বেনাপোল (যশোর), প্রতিনিধি
ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দর পরিদর্শনে নিরাপত্তার কারণ দেখিয়ে আজ রোববার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। একই নিরাপত্তার কথা জানিয়ে গতকাল শনিবার ও আজ রোববার আমদানি, রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এতে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বেনাপোল ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা আপাতত বন্দরে অপেক্ষা করছেন। পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আজ দুপুর ২টার পর থেকে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
এদিকে, পারাপার বন্ধ থাকায় দুই পারের সীমান্তে কয়েকশ পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছেন। তাঁদের মধ্যে জরুরি চিকিৎসা সেবাপ্রত্যাশী, ব্যবসায়ী ও শিক্ষার্থী রয়েছেন। একইভাবে দুদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখায় সহস্রাধিক ট্রাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এসব পণ্যের মধ্যে মাছ, সবজি, শিশু খাদ্য, কলকারখানার কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী আছে।
পাসপোর্টধারী যাত্রী অনিতা ঘোষ জানান, চিকিৎসক দেখাতে চেন্নাই যাবেন। কলকাতা থেকে বিমানের টিকিট টাকা ছিল। হঠাৎ ইমিগ্রেশন বন্ধ করে দেওয়ায় তাঁরা আর বিমান ধরতে পারবেন না। এতে অর্থনৈতিক ক্ষতি ও চিকিৎসার ক্ষতি হয়েছে। বন্ধের বিষয়টি আগে ঘোষণা দিলে এই ক্ষতি হতো না।
বেনাপোল আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, গত শুক্রবার সরকারি ছুটিতে তিন দিন ধরে এ পথে বাণিজ্য বন্ধ। এতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার জানান, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় কর্তৃপক্ষ দুদিন বাণিজ্য বন্ধ ও পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রেখেছে। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দীন জানান, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমতি দিলে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা হবে। নিরাপত্তাজনিত কারক দেখিয়ে কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল ভারতীয় ইমিগ্রেশন। পাসপোর্টধারীরা বন্দরে অবস্থান করছে। জেলা ২টার পর আশা করা যাচ্ছে আবারও যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে।
ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দর পরিদর্শনে নিরাপত্তার কারণ দেখিয়ে আজ রোববার সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। একই নিরাপত্তার কথা জানিয়ে গতকাল শনিবার ও আজ রোববার আমদানি, রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এতে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বেনাপোল ইমিগ্রেশন ও বন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা আপাতত বন্দরে অপেক্ষা করছেন। পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধের অনুরোধ জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আজ দুপুর ২টার পর থেকে যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
এদিকে, পারাপার বন্ধ থাকায় দুই পারের সীমান্তে কয়েকশ পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছেন। তাঁদের মধ্যে জরুরি চিকিৎসা সেবাপ্রত্যাশী, ব্যবসায়ী ও শিক্ষার্থী রয়েছেন। একইভাবে দুদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখায় সহস্রাধিক ট্রাক পণ্য নিয়ে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এসব পণ্যের মধ্যে মাছ, সবজি, শিশু খাদ্য, কলকারখানার কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী আছে।
পাসপোর্টধারী যাত্রী অনিতা ঘোষ জানান, চিকিৎসক দেখাতে চেন্নাই যাবেন। কলকাতা থেকে বিমানের টিকিট টাকা ছিল। হঠাৎ ইমিগ্রেশন বন্ধ করে দেওয়ায় তাঁরা আর বিমান ধরতে পারবেন না। এতে অর্থনৈতিক ক্ষতি ও চিকিৎসার ক্ষতি হয়েছে। বন্ধের বিষয়টি আগে ঘোষণা দিলে এই ক্ষতি হতো না।
বেনাপোল আমদানি, রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, গত শুক্রবার সরকারি ছুটিতে তিন দিন ধরে এ পথে বাণিজ্য বন্ধ। এতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার জানান, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় কর্তৃপক্ষ দুদিন বাণিজ্য বন্ধ ও পাঁচ ঘণ্টা ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রেখেছে। তবে বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দীন জানান, ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ অনুমতি দিলে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা হবে। নিরাপত্তাজনিত কারক দেখিয়ে কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল ভারতীয় ইমিগ্রেশন। পাসপোর্টধারীরা বন্দরে অবস্থান করছে। জেলা ২টার পর আশা করা যাচ্ছে আবারও যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে।
সুচিকিৎসার জন্য ওষুধ বিপণনের বিধিনিষেধের ক্ষেত্রে আরও সতর্কতা জরুরি। কারণ, ক্রেতারা যাতে ক্ষতির মুখে না পড়েন সেটা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে, প্রশিক্ষিত ফার্মাসিস্টও জরুরি। যাতে, চিকিৎসক ওষুধের নাম লিখে দেওয়ার পর তাঁরা রোগীকে সঠিক ওষুধটি দিতে পারেন। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে..
১ মিনিট আগেশরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত অবস্থায় ২২টি হাতবোমা জব্দের পর বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। ঢাকা থেকে আসা বোম ডিসপোজাল ইউনিটের একটি দল আজ শুক্রবার বেলা ১১টার দিকে বোমাগুলো নিষ্ক্রিয় করে। স্থানীয় বাসিন্দারা গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিকে নগর ইউনিয়নের টুমচর গ্রামে বাঁশঝাড়ের মধ্যে দুটি...
৫ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার কাশীরাম গ্রাম থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেরাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে তানোর থানা-পুলিশের একটি দল। বাবুর বাড়ি জেলার তানোর পৌরসভার আমশো মহল্লায়। বাবার নাম মৃত মফিজ উদ্দিন।
১৫ মিনিট আগে