Ajker Patrika

সাড়ে ১৯ কেজি ওজনের ভোল মাছ, প্রায় ২ লাখ টাকায় বিক্রি

বাগেরহাট প্রতিনিধি
সাড়ে ১৯ কেজি ওজনের ভোল মাছ, প্রায় ২ লাখ টাকায় বিক্রি

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৯ কেজি ওজনের একটি সামুদ্রিক ভোল মাছ। আজ শুক্রবার সকালে বাগেরহাট কেবি বাজার সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্রের অনুপ কুমারের আড়তে মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়। এ সময় উৎসুক লোকজন ভিড় করেন। পরে মাছ ব্যবসায়ী মো.অলিল খলিফা মাছটি কিনে নেন। বিরল প্রজাতির মাছটির প্রতি কেজির মূল্য পড়েছে ৯ হাজার ৭৪৩ টাকা। 

এর আগে গতকাল বুধবার রাতে বরগুনা জেলার পাথরঘাটা এলাকার মাছ ব্যবসায়ী মাসুমের মাছ ধরা ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। 

ট্রলারের মাঝি জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরে আবহাওয়া খারাপ থাকায় ইলিশ ধরা পড়ছিল না। তাই বাড়ি ফেরার শেষ মুহূর্তে সাগরে জাল ফেলি। জাল টানার সময় ভোল মাছটি পাই। এত বড় মাছ পেয়ে ট্রলারের সবাই খুশি হয়েছে। এই মাছটির দাম অনেক। এমনিতেই ইলিশ পাচ্ছিলাম না। এখন মোটামুটি তেলের খরচটা উঠেছে।’ 

ভোল মাছ ক্রেতা মো. অলিল খলিফা বলেন, ‘ভোল মাছটি ১ লাখ ৯০ হাজার টাকায় ক্রয় করেছি। এখন মাছটি বরফ দিয়ে বাগেরহাট নেওয়া হবে। সেখান থেকে চট্টগ্রামে পাঠানো হবে। আশা করি ৫০ হাজার টাকা লাভ করতে পারব।’ 

বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, ‘জাবা ভোলা মাছটি খুবই কম পাওয়ায় যায়। বছরে দুই-একটি মাছ পাওয়া যায়। মূলত মাছের প্যাটা ও বালিশের কারণে এর দাম বেশি। আমরা শুনেছি এই মাছের প্যাটা ও বালিশ দিয়ে নাকি মেডিসিন তৈরি করে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত