Ajker Patrika

মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা ও ভাঙচুর 

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২৩: ৪৬
মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা ও ভাঙচুর 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাসায় হামলা চালানো হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) সন্ধ্যার একটু আগে এ ঘটনা ঘটে। হানিফ কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টম মোড় পৌঁছালে সেখান থেকে একটি অংশ পিটিআই রোডের দিকে অগ্রসর হয়। এরপরই হানিফের বাসায় হামলা চালানো হয়। হামলায় বাসার সামনে থাকা চেয়ার, টেবিল ও জানালার কাচ ভাঙচুর করা হয়। এতে বাড়ির দোতলা ও তৃতীয় তলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে গার্ডের রুম তছনছ করে বাইরে রাখা কিছু জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। এ সংবাদ জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াত-শিবির ও বিএনপির লোকজন পরিকল্পিতভাবে এ হামলা করে। ন্যক্কারজনক এ হামলার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এদিকে, হামলার খবর পেয়ে হানিফের বাসায় নেতা–কর্মীরা ভিড় করেন। তাঁরা হামলার জন্য বিএনপি ও জামায়াত-শিবিরের লোকজনকে দায়ী করে বিচার চান।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু উচ্ছৃঙ্খল লোক এই হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।’

এ বিষয়ে জানতে মাহবুব উল আলম হানিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) পলাশ কান্তি নাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনকারীরা মাহবুব উল আলম হানিফের বাসায় হামলা ও ভাঙচুর করেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

এবার শিক্ষক নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএস

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত