Ajker Patrika

ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১১: ৪৬
ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার

মেহেরপুরের গাংনীতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পৌর শহরের চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জহিরুল ইসলাম মিঠু চৌগাছা ৪ নম্বর ওয়ার্ডের হাসান সরোয়ারের ছোট ছেলে এবং গাংনী বাজারের ওষুধ ব্যবসায়ী।
 
জহিরুল ইসলাম মিঠু আজকের পত্রিকাকে বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার পুলিশ ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করে। 

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। এ ধরনের নোংরা কাজ সত্যিই দুঃখজনক। দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত