Ajker Patrika

নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৪: ১৬
নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ 

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের ট্রাকসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়েছে। 

আজ রোববার সকাল থেকে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। অবরোধ সমর্থনে অগ্নিসংযোগ ও ভাঙচুর কো হয়। 

সকাল ৭টায় চাষাঢ়া-আদমজী সড়কের তল্লা এলাকায় মিছিল বের করেন মহানগর যুবদলের নেতা-কর্মী। এ সময় তাঁরা একটি প্রাইভেট কার ভাঙচুর ও সড়ক অবরোধ করেন। পরে পুলিশ আসার আগেই সড়ক ছেড়ে দেন নেতা-কর্মীরা। ঢাকা-সিলেট মহাসড়ক অংশে জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে মিছিল বের করা হয়। এ সময় সড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করেন পিকেটাররা। 

এদিকে সকাল সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী ও বরাব এলাকার মাঝামাঝি সড়ক অবরোধ করেন বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সড়কে অগ্নিসংযোগ করেন। 

সকাল ৯টার দিকে শহরের খানপুর এলাকায় ডিসি বাংলোর সামনে সিটি করপোরেশনের ময়লার ডাম্পট্রাকে ভাঙচুর চালানোর খবর পাওয়া যায়। তবে কে বা কারা এই ভাঙচুর চালিয়েছে, তা জানা যায়নি। অন্যদিকে অবরোধের আগের রাতেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল বাসে আগুনের ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, অবরোধে নাশকতা ঠেকাতে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা আছে। জেলাজুড়ে যানবাহন চলাচল স্বাভাবিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত