Ajker Patrika

সোনারগাঁয় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩০
সোনারগাঁয় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আতাউর রহমান (৫০) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার হাবিবপুর এলাকা থেকে সেনাবাহিনী তাঁকে আটক করে। আজ রোববার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আতাউর রহমানের বিরুদ্ধে মোগড়াপাড়া এলাকার ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, জমি দখল ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আজ বিকেলে আতাউর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। তাঁর পক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা আতাউর রহমানকে আটক করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পুলিশ জানায়, আটক আতাউর রহমানের বিরুদ্ধে ৫ আগস্ট থেকেই এলাকায় প্রভাব বিস্তারসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিয়ে আসছিলেন। দোকান, ফুটপাতের পাশাপাশি পরিবহনেও চাঁদাবাজি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত