Ajker Patrika

সোনারগাঁয় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০: ৩০
সোনারগাঁয় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আতাউর রহমান (৫০) নামের এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার হাবিবপুর এলাকা থেকে সেনাবাহিনী তাঁকে আটক করে। আজ রোববার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আতাউর রহমানের বিরুদ্ধে মোগড়াপাড়া এলাকার ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি, জমি দখল ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, আজ বিকেলে আতাউর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। তাঁর পক্ষে বিএনপিপন্থী আইনজীবীরা জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা আতাউর রহমানকে আটক করে সোনারগাঁ থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

পুলিশ জানায়, আটক আতাউর রহমানের বিরুদ্ধে ৫ আগস্ট থেকেই এলাকায় প্রভাব বিস্তারসহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর কাছে ভুক্তভোগীরা অভিযোগ দিয়ে আসছিলেন। দোকান, ফুটপাতের পাশাপাশি পরিবহনেও চাঁদাবাজি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত