Ajker Patrika

ঢাকা ছাড়ার সময় মূল্যবান সামগ্রী আত্মীয়ের বাসায় রেখে যান: ডিএমপি কমিশনার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২৩, ১৫: ৫৬
ঢাকা ছাড়ার সময় মূল্যবান সামগ্রী আত্মীয়ের বাসায় রেখে যান: ডিএমপি কমিশনার 

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হবে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাঁরা যাবেন বা ঢাকা ছাড়বেন, তাঁরা নগদ টাকা, গয়না ব্যাংক বা আত্মীয়ের বাসায় রেখে যাবেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে পুলিশের বিভিন্ন বিভাগ, পরিবহন, হাট মালিক, ইজারাদার ও ব্যবসায়ীসহ বিভিন্ন সংস্থা ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

গোলাম ফারুক বলেন, ফাঁকা ঢাকায় যাতে চুরি-ডাকাতি না হয়, সে জন্য ব্যবস্থা নেব। ঢাকাবাসীর প্রতি অনুরোধ করব, আপনারা যখন চার-পাঁচ দিনের জন্য বাসা ফাঁকা রেখে গ্রামের বাড়িতে যাবেন, তখন দয়া করে মূল্যবান বস্তু, অর্থাৎ নগদ টাকা ও গয়না খালি বাসায় না রেখে ব্যাংকে রাখেন বা নিকট আত্মীয় বা বন্ধুবান্ধব বা যাঁরা থাকবেন তাঁদের কাছে জমা রেখে যাবেন। ফাঁকা বাসায় কোনো দুষ্কৃতকারী যদি ঢোকে, তাহলে মূল্যবান বস্তু চুরির ভয় থাকবে না। 

ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা আশ করছি, এবার স্বস্তিতে যানজটমুক্তভাবে বাড়ি ফিরতে পারবেন। যেসব রাস্তা ভাঙা আছে, সেগুলো মেরামত করা হচ্ছে। ঢাকার গাবতলী, মহাখালী, সায়দাবাদে আমাদের স্পেশাল ব্যবস্থাপনা থাকবে।’ 

ডিএমপি কমিশনার বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে আমাদের অবহিত করবেন। আমরা এসব বিষয় মনিটর করব। 

মহাসড়কের পাশে গরুর হাঁট বসানো প্রসঙ্গে কমিশনার বলেন, হাইওয়ের পাশে গরুর হাট কোনোমতেই বসতে দেওয়া হবে না। কেউ বসালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গরুর হাট নিয়ে টানাটানি করা যাবে না। গাড়ির সামনে লেখা থাকবে, কোন হাঁটে যাবে। টানাটানি করলে গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হবে। 

ঈদ জামায়াতে নিরাপত্তা প্রসঙ্গে কমিশনার বলেন, ঈদের জামায়াতে তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রতিটি এলাকায় ফুট ও মোবাইল পেট্রল থাকবে। রিজার্ভ পুলিশ থাকবে। 

ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা দেওয়ার বিষয়ে কমিশনার বলেন, প্রত্যেক বাসায় যাঁরা পাহারার দায়িত্বে থাকেন, তাঁদের নাম্বার নিয়ে আসব, আমাদের নম্বর দেব। সিসি ক্যামেরাগুলো সচল আছে কি না, তা চেক করা হবে। আমাদের কমান্ড কন্ট্রোলরুম থেকে পর্যবেক্ষণ করা হবে। 

প্রায় প্রতিবছরই ঈদের আগে বেতন-বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ, রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এবার পুলিশের পক্ষ থেকে কোনো আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগেই পোশাকশ্রমিকদের বোনাস পরিশোধ করতে বলা হয়েছে কারখানা মালিকদের। 

এ ছাড়া, অনলাইনকেন্দ্রিক কেনাকাটায় প্রতারণা যাতে না হয়, সে জন্য আমাদের নজরদারি থাকবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত