Ajker Patrika

সেই শিশুর অভিভাবককে ৫ লাখ টাকা দিতে আদালতের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৭: ৪৯
সেই শিশুর অভিভাবককে ৫ লাখ টাকা দিতে আদালতের নির্দেশ 

ময়মনসিংহে ট্রাকচাপায় মা-বাবা ও বোন হারিয়ে জন্ম নেওয়া শিশুকে ৫ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সড়ক আইন অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ডকে ১৫ দিনের মধ্যে শিশুর অভিভাবকদের কাছে ওই টাকা দিতে বলা হয়েছে। একই সঙ্গে শিশুটির দেখাশোনার জন্য কমিটি করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। কমিটিকে তিন মাসের মধ্যে শিশুর বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এই সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। এ ছাড়া শিশু ও তার পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতীকার চাকমা।

এর আগে শিশুটির যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে সোমবার রিট করা হয়। শিশুটি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার ভরণ–পোষণের ব্যবস্থা করতে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয় আবেদনে। রিটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটিকে (বিআরটিএ) বিবাদী করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত