গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশের জঙ্গল থেকে হৃদয় নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশেই পড়ে ছিল ধারালো ছুরি। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশের জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হৃদয় (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুমন মিয়া বলেন, ‘রাতে স্থানীয়রা রাস্তার পাশে জঙ্গলে একটি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে এর পাশে একটি রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেন। আমি রাতেই ঘটনাস্থলে ছুটে যাই। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি, একপর্যায়ে অজ্ঞাতনামা খুনিরা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে খুন করে।’
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তি একজন অটোরিকশাচালক। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আনুমানিক রাত ৮টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হৃদয়কে এলোপাতাড়ি ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাঁকে খুন করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশের জঙ্গল থেকে হৃদয় নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশেই পড়ে ছিল ধারালো ছুরি। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশের জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হৃদয় (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুমন মিয়া বলেন, ‘রাতে স্থানীয়রা রাস্তার পাশে জঙ্গলে একটি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে এর পাশে একটি রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেন। আমি রাতেই ঘটনাস্থলে ছুটে যাই। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি, একপর্যায়ে অজ্ঞাতনামা খুনিরা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে খুন করে।’
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তি একজন অটোরিকশাচালক। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আনুমানিক রাত ৮টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হৃদয়কে এলোপাতাড়ি ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাঁকে খুন করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের তারাবর সংযোগকারী সুলতানা কামাল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর গুরুত্বপূর্ণ অংশের কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবার পুরোপুরি উঠে গেছে। এ ছাড়া জয়েন্ট ধরে রাখার চাপযুক্ত কংক্রিট ঢালাই নষ্ট হয়ে ইট-পাথর-বালু বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুর বিভিন্ন
২ ঘণ্টা আগেপাহাড়-টিলা কাটা নিষিদ্ধ। পানির উৎস জলাধার-পুকুর ভরাটও নিষিদ্ধ। চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী দুই নিষেধাজ্ঞাই অমান্য করছেন। ইউনিয়ন পরিষদ ভবন সম্প্রসারণের জন্য পুকুর ভরাট করছেন তিনি। আর সে কাজ করতে মাটির জোগান আসছে পাহাড় কেটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে কাপাসগোলায় উন্মুক্ত নালায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে কার্যালয় দুটির বিষয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগেউত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমছে ধুলাবালু।
৩ ঘণ্টা আগে