টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গাজীপুরের টঙ্গীতে রেললাইনে আগুন ও মশাল মিছিল করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল বুধবার রাত ১২টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় নেতা-কর্মীরা রেললাইনে টায়ারে আগুন দেন ও মশাল মিছিল বের করেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সরকার গাজী সালাহউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে ‘অবৈধ সরকারের তফসিল ঘোষণা করা হয়েছে’ বলে স্লোগান দেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, বুধবার সন্ধ্যায় রেলস্টেশনের কাছে রেললাইনে আগুন দিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতা-কর্মীরা চলে যান।
অন্যদিকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে স্লোগান দেন।
মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে টঙ্গী বাজার এলাকায় গিয়ে শেষ করেন নেতা-কর্মীরা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীরা রাতে আবারও মিছিল বের করেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গাজীপুরের টঙ্গীতে রেললাইনে আগুন ও মশাল মিছিল করেছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল বুধবার রাত ১২টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় নেতা-কর্মীরা রেললাইনে টায়ারে আগুন দেন ও মশাল মিছিল বের করেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক সরকার গাজী সালাহউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে ‘অবৈধ সরকারের তফসিল ঘোষণা করা হয়েছে’ বলে স্লোগান দেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, বুধবার সন্ধ্যায় রেলস্টেশনের কাছে রেললাইনে আগুন দিয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতা-কর্মীরা চলে যান।
অন্যদিকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিলে মশাল হাতে নিয়ে স্লোগান দেন।
মশাল মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে থেকে শুরু হয়ে টঙ্গী বাজার এলাকায় গিয়ে শেষ করেন নেতা-কর্মীরা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির নেতা-কর্মীরা রাতে আবারও মিছিল বের করেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আসিফ হোসাইনকে (১৯) হত্যার মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। মামলা দায়েরের এক মাস পাঁচ দিন পর তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।
১ মিনিট আগেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতের ঘটনায় রানোয়ারা বেগম (৪০) ও জাহাঙ্গীর আলম (৫৪) নামের দুজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সাহেবাবাদ ও বেজুরা গ্রামে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেযশোর সদরের চূড়ামনকাটিতে মহাসড়ক ঘেঁষে থাকা প্রায় অর্ধশত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার দুপুরে বারোবাজার হাইওয়ে থানা-পুলিশ যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুই পাশ থেকে এসব দোকান উচ্ছেদ করে। এতে রাস্তার দুই পাশে ১০ ফুট করে জায়গা পরিষ্কার হয়েছে। ফলে যান চলাচল নিরাপদ ও বাধামুক্ত হলো।
১৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দ্রাবাদ এলাকায় এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গতকাল রোববার গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
২১ মিনিট আগে