Ajker Patrika

সিদ্ধিরগঞ্জে কয়েল থেকে খামারে আগুন, ৮ ছাগল পুড়ে ছাই 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৩৩
সিদ্ধিরগঞ্জে কয়েল থেকে খামারে আগুন, ৮ ছাগল পুড়ে ছাই 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কয়েলের আগুনে আটটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি আজ রোববার সকালে নিশ্চিত করেন আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই। 

এর আগে শনিবার দিনগত রাত ১টায় আদমজী গ্যাসলাইন এলাকায় এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে আদমজী ফায়ার স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, গতকাল মধ্যরাতে গ্যাসলাইন এলাকার রুপালী বেগমের ছাগলের খামারে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১টার দিকে খবর পেলে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ওই খামারের ৮টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত