Ajker Patrika

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাইর নতুন কমিটি: ইউনূস আহ্বায়ক, সদস্যসচিব আলী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১৩
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাইর নতুন কমিটি: ইউনূস আহ্বায়ক, সদস্যসচিব আলী

সাবেক প্রধান বন সংরক্ষক মো. ইউনূস আলীকে আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মেজবাহ উদ্দিন আলীকে সদস্যসচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার উত্তরা ক্লাবে অনুষ্ঠিত শহীদুল্লাহ হলের প্রাক্তন ছাত্রদের এক সম্মিলনীতে এ কমিটি গঠন করা হয়। 

এর আগে এক ভিডিও বার্তায় বর্তমান কমিটির সভাপতি বাহাদুর বেপারী এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ সম্পাদক ড. মো. সহিদুল ইসলাম তাঁদের পদত্যাগের কথা জানান। 

সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে আগামী পাঁচ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করার দায়িত্ব দেন। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের প্রাক্তন ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে গঠনতন্ত্র অনুসরণ করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুরোধ জানান। 

সভায় বক্তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে রাজনীতির ঊর্ধ্বে একটি কল্যাণধর্মী শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেন। তাঁরা জানান, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে হলের বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাসহায়ক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে মো. ইউনূস আলী, মেজবাহ উদ্দিন আলী, ড. মো. সহিদুল ইসলাম, আ ফ ম শাহরিয়ার, আনোয়ার হোসেন, জুয়েল, আয়জাজ আলী খোকন, স ম গোলাম কিবরিয়া, মোশাররফ হোসেন সোহেল, উত্তম কুমার, তানভীর আহমেদ, তপন, জাকির, শামীম, মো. সফিকুল ইসলাম, আজাদ, রুবেল, ড. মাসুম রাব্বানী, রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত