নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া জঙ্গি সংগঠনের আধ্যাত্মিক নেতা মহিবুল্লাহ ওরফে শায়েখকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
সংগঠনে ভোলার শায়খ হিসেবে পরিচিত এই নেতা বরিশাল অঞ্চলে ব্যাপক যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। সম্প্রতি যে ৫০-৬০ জন কিশোর হিজরতের নামে ঘর ছেড়ে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে, তাদের প্রথম দিকে তিনিই আশ্রয় দিয়ে উগ্রবাদী মতাদর্শে দীক্ষা দিতেন। গত বছর গ্রেপ্তার হওয়া ডা. শাকেরসহ অন্য কয়েকজন শীর্ষ নেতা গ্রেপ্তারের পর তিনি গা ঢাকা দিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।
এই উগ্রবাদী জঙ্গি সংগঠনের মূল নেতা শামিন মাহফুজ। তিনি সংগঠন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেন। সেই কমিটির অন্যতম সদস্য ডা. শাকের আগেই গ্রেপ্তার হয়েছেন। তারপর গতকাল সন্ধ্যায় নায়েবে আমির হিসেবে পরিচিত মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখ (৪৮) গ্রেপ্তার হন। সপরিবারে পলাতক আছেন মূল নেতা শামিন মাহফুজ।
সিটিটিসির প্রধান বলেন, ২০২২ সালের জানুয়ারিতে সিটিটিসি কর্তৃক গ্রেপ্তার শুরা সদস্য ডা. শাকের ওরফে শিশির, পলাতক জঙ্গিনেতা শামিন মাহফুজসহ গ্রেপ্তার শায়েখ মহিবুল্লাহ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ ক্যাম্পে যান। এ সময় প্রশিক্ষণ ক্যাম্পে কুকি-চীনাদের বিদ্রোহী সংগঠন কেএনএফের (কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট) তত্ত্বাবধানে সশস্ত্র প্রশিক্ষণ চলত। সেখানে তাদের সঙ্গে কেএনএফের প্রধান নাথান বম ও অন্য কুকি-চীন নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয় এবং আনুষ্ঠানিকভাবে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে সংগঠনটির নামকরণ করা হয় এবং শুরা কমিটি গঠন করে। গ্রেপ্তার মহিবুল্লাহকে সংগঠনটির নায়েবে আমির হিসেবে নির্বাচিত করা হয়।
সিটিটিসির প্রধানের দাবি, মহিবুল্লাহ ক্যাম্পে অবস্থানকালে সন্ধ্যার পর প্রশিক্ষণরত সদস্যদের বয়ান দিতেন। তাঁর বয়ানের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে জঙ্গি সদস্যদের জিহাদের জন্য মানসিকভাবে প্রস্তুত করা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখ সিটিটিসিকে জানান, তিনি উগ্রবাদী জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির হিসেবে কথিত শুরা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত এবং তিনি ভোলার শায়েখ হিসেবে পরিচিত ছিলেন। প্রশিক্ষণ ক্যাম্পসহ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সার্বিক দায়িত্বে ছিল শামিন মাহফুজ।
জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সঙ্গে কুকি-চীনের প্রধান নাথান বমের একটা সম্পর্ক ছিল ৷ তার কোনো খোঁজ আছে কি না, জানতে চাইলে সিটিটিসির প্রধান বলেন, ‘আমরা এখন পর্যন্ত তাঁর অবস্থান চিহ্নিত করতে পারিনি।’
গ্রেপ্তার এই জঙ্গিনেতাকে আজ আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান সিটিটিসির প্রধান।
জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া জঙ্গি সংগঠনের আধ্যাত্মিক নেতা মহিবুল্লাহ ওরফে শায়েখকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।
সংগঠনে ভোলার শায়খ হিসেবে পরিচিত এই নেতা বরিশাল অঞ্চলে ব্যাপক যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করেছিলেন। সম্প্রতি যে ৫০-৬০ জন কিশোর হিজরতের নামে ঘর ছেড়ে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে, তাদের প্রথম দিকে তিনিই আশ্রয় দিয়ে উগ্রবাদী মতাদর্শে দীক্ষা দিতেন। গত বছর গ্রেপ্তার হওয়া ডা. শাকেরসহ অন্য কয়েকজন শীর্ষ নেতা গ্রেপ্তারের পর তিনি গা ঢাকা দিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন।
এই উগ্রবাদী জঙ্গি সংগঠনের মূল নেতা শামিন মাহফুজ। তিনি সংগঠন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেন। সেই কমিটির অন্যতম সদস্য ডা. শাকের আগেই গ্রেপ্তার হয়েছেন। তারপর গতকাল সন্ধ্যায় নায়েবে আমির হিসেবে পরিচিত মো. মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখ (৪৮) গ্রেপ্তার হন। সপরিবারে পলাতক আছেন মূল নেতা শামিন মাহফুজ।
সিটিটিসির প্রধান বলেন, ২০২২ সালের জানুয়ারিতে সিটিটিসি কর্তৃক গ্রেপ্তার শুরা সদস্য ডা. শাকের ওরফে শিশির, পলাতক জঙ্গিনেতা শামিন মাহফুজসহ গ্রেপ্তার শায়েখ মহিবুল্লাহ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষণ ক্যাম্পে যান। এ সময় প্রশিক্ষণ ক্যাম্পে কুকি-চীনাদের বিদ্রোহী সংগঠন কেএনএফের (কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট) তত্ত্বাবধানে সশস্ত্র প্রশিক্ষণ চলত। সেখানে তাদের সঙ্গে কেএনএফের প্রধান নাথান বম ও অন্য কুকি-চীন নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয় এবং আনুষ্ঠানিকভাবে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামে সংগঠনটির নামকরণ করা হয় এবং শুরা কমিটি গঠন করে। গ্রেপ্তার মহিবুল্লাহকে সংগঠনটির নায়েবে আমির হিসেবে নির্বাচিত করা হয়।
সিটিটিসির প্রধানের দাবি, মহিবুল্লাহ ক্যাম্পে অবস্থানকালে সন্ধ্যার পর প্রশিক্ষণরত সদস্যদের বয়ান দিতেন। তাঁর বয়ানের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে জঙ্গি সদস্যদের জিহাদের জন্য মানসিকভাবে প্রস্তুত করা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মহিবুল্লাহ ওরফে ভোলার শায়েখ সিটিটিসিকে জানান, তিনি উগ্রবাদী জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নায়েবে আমির হিসেবে কথিত শুরা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত এবং তিনি ভোলার শায়েখ হিসেবে পরিচিত ছিলেন। প্রশিক্ষণ ক্যাম্পসহ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সার্বিক দায়িত্বে ছিল শামিন মাহফুজ।
জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সঙ্গে কুকি-চীনের প্রধান নাথান বমের একটা সম্পর্ক ছিল ৷ তার কোনো খোঁজ আছে কি না, জানতে চাইলে সিটিটিসির প্রধান বলেন, ‘আমরা এখন পর্যন্ত তাঁর অবস্থান চিহ্নিত করতে পারিনি।’
গ্রেপ্তার এই জঙ্গিনেতাকে আজ আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান সিটিটিসির প্রধান।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
১ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে