Ajker Patrika

কালকিনিতে রাতের অন্ধকারে গৃহবধূকে পিটিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
কালকিনিতে রাতের অন্ধকারে গৃহবধূকে পিটিয়ে জখম

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে রাতের অন্ধকারে একা পেয়ে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয় ওই গৃহবধূর স্বামী থানায় অভিযোগ করেছেন। 

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের নান্নু ফকিরের সঙ্গে একই এলাকার পান্নু ফকিরের বাড়ির জমি জমা নিয়ে বেশ কিছুদিন ধরে শত্রুতা চলে আসছে। এর জেরে পান্নু ফকিরের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে নান্নু ফকিরের স্ত্রী শিমা বেগমকে খালি রাতের আঁধারে পিটিয়ে জখম করে। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে ভর্তি করেন। পরে নান্নু ফকির কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন। 
 
ভুক্তভোগীর স্বামী নান্নু ফকির বলেন, ‘বিনা অপরাধে আমার স্ত্রীকে পান্নু ও তাঁর লোকজন পিটিয়ে আহত করেছে। আমি সঠিক বিচার চাই।’ 
 
তবে অভিযুক্ত পান্নু ফকির ঘটনা অস্বীকার করে বলেন, ‘আমার ওপর হামলা করেছে নান্নু ফকির। আমি কাউকে হামলা করিনি।’ 

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত