Ajker Patrika

স্বাস্থ্য কমপ্লেক্সের এনআইসিইউতে ড্রাইভারের বাসা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৮: ৪৩
স্বাস্থ্য কমপ্লেক্সের এনআইসিইউতে ড্রাইভারের বাসা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রটিকে বাসা হিসেবে ব্যবহার করছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ড্রাইভার ইউনুস আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের জন্য চারটি বেড বরাদ্দ থাকলেও সেখানে ড্রাইভার নিয়মিতভাবে থাকছেন। বিষয়টি নিয়ে জনমনে নানান প্রশ্ন উঠেছে। 

অভিযোগ রয়েছে, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সালেহীন নিয়মনীতির তোয়াক্কা না করেই আউটসোর্সিংয়ের কর্মরত ড্রাইভার ইউনুস আলীকে নবজাতকের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) থাকার অনুমতি দেন। এরপর থেকে নবজাতক নিবিড় রুমটিতে থাকতে শুরু করেন ইউনুস আলী। বিষয়টি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা অবগত থাকলেও কেউ মুখ খুলতে নারাজ। 

হাসপাতালে প্রয়োজনীয় জনবল না থাকায় নবজাতকের নিবিড় পরিচর্যাকেন্দ্রটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে না। নিবিড় পরিচর্যা কেন্দ্রটি ব্যবহার না করায় ভেতরের অনেকাংশের আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। 

হাসপাতালের নার্সরা জানিয়েছেন, মাস কয়েক আগে ড্রাইভার ইউনুস আলীকে নবজাতক পরিচর্যা রুমে থাকার অনুমতি দেওয়া হয়। এসব রুমে শিশু রোগী ছাড়া অন্য কেউ থাকার সুযোগ না থাকলেও ওই ড্রাইভার দীর্ঘদিন ধরে বসবাস করছেন। 

এ ব্যাপারে জানতে চাইলে ড্রাইভার ইউনুস আলী জানান, ‘ইউএইচও স্যারের অনুমতিক্রমে এখানে থাকছি। আমাকে থাকার জন্য বলা হয়েছে। এর বেশি কিছু বলতে পারব না।’ 

বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুস সালেহীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, নবজাতকের নিবিড় পরিচর্যা রুমে শিশু রোগী ছাড়া অন্য কেউ থাকার সুযোগ নেই। এই রুমে ড্রাইভার বসবাস বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত