Ajker Patrika

আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, আমাদের অনেকে এমন অপকর্ম করতে চায়: খন্দকার মোশাররফ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
সমাবেশে বক্তব্য দেন বিএনপির নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: আজকের পত্রিকা
সমাবেশে বক্তব্য দেন বিএনপির নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: আজকের পত্রিকা

বিএনপির প্রবীণ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা নিজেই তার দলকে হত্যা করেছে। মাঠে এখন আওয়ামী লীগ নেই। এখন যদি নির্বাচন হয়, তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।’

আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আয়োজনে মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড সড়কে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা এখনো ক্ষমতায় বসি নাই। অনেকেই মনে করে আমরা বুঝি ক্ষমতায় বসে গেছি। আওয়ামী লীগ সরকার যে অপকর্ম করেছে, আমাদের অনেকে এমন অপকর্ম করতে চায়, এ ধরনের কাজ করা যাবে না। সবাইকে অনুরোধ করছি। এ দেশের মানুষ যেন বলতে না পারে আওয়ামী লীগ সরকার যা করেছে আপনারাও তা-ই করছেন।’

খন্দকার মোশাররফ আরও বলেন, ‘এখন যে সরকার চলছে, সেটি কারও নির্বাচিত সরকার নয়। বর্তমানে তাঁরা জানে যদি সময়মতো নির্বাচন হয়, তাঁদের কোনো ভরসা নেই, তা এ দেশে প্রমাণিত হয়েছে। এ দেশের জনগণের সবচেয়ে প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর দ্বিতীয়ত ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ দেশে ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করেছিল। সে কারণে তাদের নেত্রী পালিয়ে গেছে।’

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এই অন্তর্বর্তী সরকার যেন জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে পারে। আর জনগণের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার। তাই জনগণের প্রত্যাশা, যত দ্রুত সম্ভব এ দেশের মানুষের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করা। যথাশিগগির সম্ভব এই সরকারের বিদায় নেওয়া। যদি এই সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারে তাহলে জনগণও রক্ষা পাবে, মুক্তি পাবে।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আবদুল্লাহ, শহিদুল ইসলাম মৃধা, আবদুল বাতেন, সৈয়দ সিদ্দিক উল্লাহ, আমিরুল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত