শরীফ নাসরুল্লাহ, ঢাকা
‘বাহ্! বাঁশ দিয়ে করেছে স্টলটা। টালিও আছে। সুন্দর লাগছে’—একটি প্রকাশনীর প্যাভিলিয়ন দেখে মেলায় আসা মধ্যবয়সী এক ভদ্রলোকের মন্তব্য। তার সামনের প্যাভিলিয়নটি দোচালা টালির ঘরের আদলে তৈরি। মোটা বাঁশের বেড়া। কিছু টালি সরিয়ে করা হয়েছে আলো ঢোকার জানালা। ছিমছাম ও দৃষ্টিনন্দন আয়োজনে এভাবে বইয়ের পসরা সাজিয়েছে প্রকাশনা ও বই বিপণন প্রতিষ্ঠান বাতিঘর। প্যাভিলিয়নটিতে বই দেখতে ও কিনতে আসা অনেক দর্শক সেখানে ছবি তুলছেন।
বইমেলা শুরুর দিন থেকে বাতিঘরের নজরকাড়া নকশার প্যাভিলিয়ন ঘিরে পাঠকের কৌতূহল দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী আজহারুল ইসলাম বললেন, আবহমান বাংলার একটি বিশেষ গৃহনির্মাণ শৈলী এই নকশার উৎস। প্যাভিলিয়নটি তৈরিতে ব্যবহার করা হয়েছে জামদানি কাপড়, পোড়ামাটির টালি, লোহা, বাঁশসহ নানা উপাদান।
ভিন্নতায় বাতিঘর অবশ্য একা নয়, প্রতিবারের মতো এবারও বেশ কয়েকটি নান্দনিক সাজের স্টল আর প্যাভিলিয়নের দেখা মিলবে বাংলা একাডেমির বইমেলায়। অন্যধারার প্যাভিলিয়নটি দেখতে ঠিক যেন জাতীয় সংসদ ভবন। প্যাভিলিয়নের নকশা পরিকল্পনা নিয়ে অন্যধারার প্রধান নির্বাহী মো. ফারুক হোসেন বললেন, ‘চার বছর ধরে চেষ্টার পর প্যাভিলিয়ন পেয়েছি। তাই পরিকল্পনা ছিল একটা সুন্দর নকশার কিছু করার।’
আফসার ব্রাদার্স বানিয়েছে গ্রামীণ কেতার টিনের ঘর। বিশ্বসাহিত্য কেন্দ্রের চার ইউনিটের স্টলটির আদল দোতলা বাসের। স্টলটি দেখলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কথা মনে পড়বে। উপকথা স্টলের সজ্জায় ব্যবহার করেছে কালো রঙের ওপর গ্রাফিতি আর আলপনা। জ্ঞানকোষ প্রকাশনীর প্যাভিলিয়ন জুড়ে আছে নীল রঙের গ্রাফিতি। কুঁড়েঘরসহ বেশ কয়েকটি স্টল সেজেছে রিকশাচিত্রে।
বইয়ের মান ও অঙ্গসজ্জার পাশাপাশি মেলার স্টলের নান্দনিক সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া হয় অমর একুশের বইমেলায়। প্রতিবছর এই বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে স্টলের সজ্জার বিবেচনায় সেরা তিনটি প্রতিষ্ঠান পায় ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’।
নতুন বইয়ের খোঁজে
সংগীতশিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবনের নানা কাহিনি নিয়ে নতুন উপন্যাস ‘হেম-বেহাগের মহারাজা’ নিয়ে এসেছে কথাপ্রকাশ। লিখেছেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন। প্রকাশকের ভাষ্য, খ্যাতিমান সংগীতজ্ঞ আলাউদ্দিন খাঁর জীবনের অনেক অজানা অধ্যায় নিয়ে রচিত প্রথম উপন্যাস এটি।
অনন্যা প্রকাশনী থেকে এসেছে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের কিশোর উপন্যাস ‘রহস্যময় জঙ্গলবাড়ি’। লেখক জানালেন, এরই মধ্যে মেলায় বইটির দ্বিতীয় মুদ্রণ চলে এসেছে। অন্যপ্রকাশে পাওয়া যাচ্ছে লেখকের সত্তর দশকের শেষ ভাগে পশ্চিম জার্মানি প্রবাসের অভিজ্ঞতাঋদ্ধ আলোচিত উপন্যাস ‘পরাধীনতা’র নতুন মুদ্রণ।
বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই বেরিয়েছে ৮৯টি। মোট বই এসেছে ৯১৭টি।
আয়োজন
গতকাল মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্লোগান: বাঙালি জাতীয়তাবাদের ধারাবাহিকতায় বাকশাল গঠন, বাংলা সাহিত্যের দায় ও ২৪-এর গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত। আলোচনায় অংশ নেন মঈন জালাল চৌধুরী। সভাপতি ছিলেন ফরহাদ মজহার।
পুরস্কার
বাংলা একাডেমির ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫ ’-এ ভূষিত হয়েছেন কবি আল মুজাহিদী এবং ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪ ’-এ ভূষিত হয়েছেন অধ্যাপক হান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা।
‘বাহ্! বাঁশ দিয়ে করেছে স্টলটা। টালিও আছে। সুন্দর লাগছে’—একটি প্রকাশনীর প্যাভিলিয়ন দেখে মেলায় আসা মধ্যবয়সী এক ভদ্রলোকের মন্তব্য। তার সামনের প্যাভিলিয়নটি দোচালা টালির ঘরের আদলে তৈরি। মোটা বাঁশের বেড়া। কিছু টালি সরিয়ে করা হয়েছে আলো ঢোকার জানালা। ছিমছাম ও দৃষ্টিনন্দন আয়োজনে এভাবে বইয়ের পসরা সাজিয়েছে প্রকাশনা ও বই বিপণন প্রতিষ্ঠান বাতিঘর। প্যাভিলিয়নটিতে বই দেখতে ও কিনতে আসা অনেক দর্শক সেখানে ছবি তুলছেন।
বইমেলা শুরুর দিন থেকে বাতিঘরের নজরকাড়া নকশার প্যাভিলিয়ন ঘিরে পাঠকের কৌতূহল দেখা যাচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী আজহারুল ইসলাম বললেন, আবহমান বাংলার একটি বিশেষ গৃহনির্মাণ শৈলী এই নকশার উৎস। প্যাভিলিয়নটি তৈরিতে ব্যবহার করা হয়েছে জামদানি কাপড়, পোড়ামাটির টালি, লোহা, বাঁশসহ নানা উপাদান।
ভিন্নতায় বাতিঘর অবশ্য একা নয়, প্রতিবারের মতো এবারও বেশ কয়েকটি নান্দনিক সাজের স্টল আর প্যাভিলিয়নের দেখা মিলবে বাংলা একাডেমির বইমেলায়। অন্যধারার প্যাভিলিয়নটি দেখতে ঠিক যেন জাতীয় সংসদ ভবন। প্যাভিলিয়নের নকশা পরিকল্পনা নিয়ে অন্যধারার প্রধান নির্বাহী মো. ফারুক হোসেন বললেন, ‘চার বছর ধরে চেষ্টার পর প্যাভিলিয়ন পেয়েছি। তাই পরিকল্পনা ছিল একটা সুন্দর নকশার কিছু করার।’
আফসার ব্রাদার্স বানিয়েছে গ্রামীণ কেতার টিনের ঘর। বিশ্বসাহিত্য কেন্দ্রের চার ইউনিটের স্টলটির আদল দোতলা বাসের। স্টলটি দেখলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কথা মনে পড়বে। উপকথা স্টলের সজ্জায় ব্যবহার করেছে কালো রঙের ওপর গ্রাফিতি আর আলপনা। জ্ঞানকোষ প্রকাশনীর প্যাভিলিয়ন জুড়ে আছে নীল রঙের গ্রাফিতি। কুঁড়েঘরসহ বেশ কয়েকটি স্টল সেজেছে রিকশাচিত্রে।
বইয়ের মান ও অঙ্গসজ্জার পাশাপাশি মেলার স্টলের নান্দনিক সৌন্দর্যকে গুরুত্ব দেওয়া হয় অমর একুশের বইমেলায়। প্রতিবছর এই বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে স্টলের সজ্জার বিবেচনায় সেরা তিনটি প্রতিষ্ঠান পায় ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’।
নতুন বইয়ের খোঁজে
সংগীতশিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবনের নানা কাহিনি নিয়ে নতুন উপন্যাস ‘হেম-বেহাগের মহারাজা’ নিয়ে এসেছে কথাপ্রকাশ। লিখেছেন বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুন। প্রকাশকের ভাষ্য, খ্যাতিমান সংগীতজ্ঞ আলাউদ্দিন খাঁর জীবনের অনেক অজানা অধ্যায় নিয়ে রচিত প্রথম উপন্যাস এটি।
অনন্যা প্রকাশনী থেকে এসেছে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের কিশোর উপন্যাস ‘রহস্যময় জঙ্গলবাড়ি’। লেখক জানালেন, এরই মধ্যে মেলায় বইটির দ্বিতীয় মুদ্রণ চলে এসেছে। অন্যপ্রকাশে পাওয়া যাচ্ছে লেখকের সত্তর দশকের শেষ ভাগে পশ্চিম জার্মানি প্রবাসের অভিজ্ঞতাঋদ্ধ আলোচিত উপন্যাস ‘পরাধীনতা’র নতুন মুদ্রণ।
বাংলা একাডেমি জানিয়েছে, গতকাল নতুন বই বেরিয়েছে ৮৯টি। মোট বই এসেছে ৯১৭টি।
আয়োজন
গতকাল মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্লোগান: বাঙালি জাতীয়তাবাদের ধারাবাহিকতায় বাকশাল গঠন, বাংলা সাহিত্যের দায় ও ২৪-এর গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত। আলোচনায় অংশ নেন মঈন জালাল চৌধুরী। সভাপতি ছিলেন ফরহাদ মজহার।
পুরস্কার
বাংলা একাডেমির ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫ ’-এ ভূষিত হয়েছেন কবি আল মুজাহিদী এবং ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ২০২৪ ’-এ ভূষিত হয়েছেন অধ্যাপক হান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৪ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
৬ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
৬ ঘণ্টা আগে