Ajker Patrika

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ঢাবি ছাত্রলীগের ১১ কর্মসূচি 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২২, ১৯: ৫৯
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ঢাবি ছাত্রলীগের ১১ কর্মসূচি 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ১১টি কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। 

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

এ ছাড়া সংবাদ সম্মেলনে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত ও কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানানো হয়। 

কর্মসূচিগুলো হলো 
১) বিভিন্ন পয়েন্টে স্থায়ী ‘শিক্ষার্থী সহায়তা ও তথ্যকেন্দ্র’ থেকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।

২) শিক্ষার্থীদের পরিবহনের সুবিধার্থে বিনা মূল্যে ‘জয় বাংলা বাইক সার্ভিস’ চলমান থাকবে।  

৩) ‘অভিভাবক ছাউনি’র মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের বিশ্রামের সুব্যবস্থা করা হবে।

৪) সুপেয় পানির ব্যবস্থা করা হবে।

৫) পরীক্ষাকেন্দ্র পরিচিতির জন্য ক্যাম্পাসে দিকনির্দেশক চিহ্ন ও সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

৬) শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষাকেন্দ্রে নেওয়ার অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা করা হবে। 

৭) শিক্ষার্থী ও তাদের সঙ্গে আগত অভিভাবকের ব্যবহারের জন্য মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হবে

৮) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ করা হবে 

৯) তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রাথমিক চিকিৎসাকেন্দ্র গঠন করা হবে 

১০) মাস্ক, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ করা হবে

১১) প্রয়োজন সাপেক্ষে হল ছাত্রলীগ পরীক্ষার পূর্ব রাতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকার সুব্যবস্থা করবে 

উল্লেখ্য, ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হবে। গত বছরের ন্যায় এবারও আটটি বিভাগীয় শহরে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত