নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রীর জীবন রক্ষার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী একটি ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। আজ রোববার রাতে বিমান সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত ০১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০১ ফ্লাইটটি ২৬৫ জন যাত্রী নিয়ে সিলেট হতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। কেবিন ক্রুরা উক্ত যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানালে, ফ্লাইটের যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক আছেন কি না জানতে ককপিট থেকে ঘোষণা করা হয়। একজন চিকিৎসক যাত্রী উক্ত রোগীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন।
ফ্লাইটের মধ্যে উক্ত অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তবে যাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উক্ত চিকিৎসক ক্যাপ্টেনকে জানান যে, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। ক্যাপ্টেন যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে।
ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন জানান, চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে জানালে তাৎক্ষণিক ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসির সঙ্গে যোগাযোগ করে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করে।
বিমান থেকে আরও জানানো হয়, ওই অসুস্থ যাত্রী (৮৪ বছর) সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তাঁর কাছে ‘ফিট টু ফ্লাই’ মেডিকেল সার্টিফিকেটে ছিল।
যাত্রীর জীবন রক্ষার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী একটি ফ্লাইট বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। আজ রোববার রাতে বিমান সূত্র এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত ০১ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০১ ফ্লাইটটি ২৬৫ জন যাত্রী নিয়ে সিলেট হতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইটের মধ্যে একজন যাত্রীর হঠাৎ উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। কেবিন ক্রুরা উক্ত যাত্রীর অসুস্থতার বিষয়টি ফ্লাইটের ক্যাপ্টেনকে জানালে, ফ্লাইটের যাত্রীদের মধ্যে কোনো চিকিৎসক আছেন কি না জানতে ককপিট থেকে ঘোষণা করা হয়। একজন চিকিৎসক যাত্রী উক্ত রোগীকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন।
ফ্লাইটের মধ্যে উক্ত অসুস্থ যাত্রীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই এবং অন্যান্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। তবে যাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে উক্ত চিকিৎসক ক্যাপ্টেনকে জানান যে, অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাতে হবে। ক্যাপ্টেন যাত্রীর জীবন রক্ষার্থে ফ্লাইটটি বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অবস্থিত সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করে জরুরি অবতরণ করে।
ফ্লাইটের পাইলট ইন কমান্ড (পিআইসি) ক্যাপ্টেন ইশতিয়াক হোসেন জানান, চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে জানালে তাৎক্ষণিক ফ্লাইটটি ডাইভার্ট করে নিকটতম এয়ারপোর্টে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এটিসির সঙ্গে যোগাযোগ করে মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা হয়। ফ্লাইট ডাইভার্ট করে সোফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেকর্ড ২৫ মিনিটের মধ্যে অবতরণ করে।
বিমান থেকে আরও জানানো হয়, ওই অসুস্থ যাত্রী (৮৪ বছর) সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তাঁর কাছে ‘ফিট টু ফ্লাই’ মেডিকেল সার্টিফিকেটে ছিল।
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৩৫ মিনিট আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৪১ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
১ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
১ ঘণ্টা আগে