Ajker Patrika

পুলিশ কর্মকর্তার ছেলে হত্যার মামলায় আরেক কর্মকর্তা ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা
পুলিশ কর্মকর্তার ছেলে হত্যার মামলায় আরেক কর্মকর্তা ৬ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় গুলিতে পুলিশের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার কলেজপড়ুয়া ছেলে ইমাম হাসান তাইম মৃত্যুর ঘটনায় করা মামলায় শাহবাগ থানার এসআই শাহাদাৎ আলীকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে এসআই শাহাদাতকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামির পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে ৬ দিনের রিমান্ডের আদেশ দেন। আগের দিন গতকাল রোববার রাতে এসআই শাহাদাতকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত ২০ আগস্ট নিহতের মা মোছা. পারভীন আক্তার ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় আরও যাদের আসামি করা হয় তারা হলেন- এডিসি শাকিল মোহাম্মদ শামীম, এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকার গত ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা খেতে যান। তখন কিছু আন্দোলনকারী বিক্ষোভ করছিল। তখন ইকবাল হোসেন, শামীম ও তানজিল আহমেদের নির্দেশে জাকির হোসেন ও তার সঙ্গীয়রা বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালায়।

প্রাণভয়ে ছাত্র-ছাত্রীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। তাইম ও তার দুই বন্ধু লিটন চা স্টোরের ভেতর ঢুকে দোকানের সাটার টেনে দেয়। কিন্তু সাটারের নিচের দিকে আধা হাত খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে। ওসি জাকির হোসেন গুলি থেকে বাঁচতে চাইলে বাদীর ছেলেকে দৌড় দিতে বলেন। তখন ছেলে সবার আগে দৌড় দেয়। জাকির গুলি করেন। বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত