Ajker Patrika

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)
আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১: ১২
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব টোল প্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৬ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে আজ শনিবার ভোরে দুইবার টোল আদায় বন্ধ রাখা হয়। 

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, মধ্যরাত থেকে উত্তরবঙ্গমুখী লেনে যানবাহনের চাপ বেড়ে যায়। অপরদিকে সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জ অংশে একই লেনে যানজট থাকায় সেতুর নিরাপত্তার স্বার্থে গতকাল শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়। এ সময় সেতুর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সেতু থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৬ কিলোমিটার সড়কে যানজট ছড়িয়ে পড়ে।

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৬ কিলোমিটার যানজট থাকায় বিপাকে ঘরমুখী মানুষ ও ব্যবসায়ীরাওসি আরও জানান, দীর্ঘ যানজটে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়া গরু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। অপরদিকে, যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত