Ajker Patrika

‘স্বাধীন রাষ্ট্রের বিচার বিভাগকে অবশ্যই স্বাধীন হতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘স্বাধীন রাষ্ট্রের বিচার বিভাগকে অবশ্যই স্বাধীন হতে হবে’

একটি স্বাধীন রাষ্ট্রে বিচার বিভাগকে অবশ্যই স্বাধীন হতে হবে ও নিরপেক্ষ হতে হবে। আইন রক্ষাকারী বাহিনীকেও স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে কাজ করতে হবে এমন মন্তব্য করেছেন ভয়েস অব ভিকটিম ফ্যামিলি নামের একটি সংগঠনের নেতারা। 

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ভয়েস অব ভিকটিম ফ্যামিলি–এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। 

তাঁরা বলেন, একটি স্বাধীন দেশের বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীন ও নিরপেক্ষ আচরণ করবে এটা সবাই প্রত্যাশা করে। কিন্তু বর্তমান সরকারের আমলে এ রকম কোনো পরিস্থিতি নেই বললেই চলে। বর্তমানে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন হারিয়েছে। হারিয়েছে সংবাদপত্রের স্বাধীনতা। যারা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছে তারা বর্তমানে অসহ্য যন্ত্রণায় দিনযাপন করছে। 

বক্তারা বলেন, বর্তমান শাসকগোষ্ঠী সহিংসতা আর হত্যাকেই শ্রেষ্ঠ সমাধান হিসেবে মনে করছে। বিএনপিসহ গণতন্ত্রকামী মানুষদের বিরুদ্ধে সরকারি সন্ত্রাসী বাহিনী যেমন টার্গেট কিলিং করছে। এক দশকের বেশি সময় যাবৎ বর্তমান ভোটার বিহীন অবৈধ সরকারের পোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম, খুন ও গ্রেপ্তারের পর রিমান্ডে অত্যাচারের মাধ্যমে খুনের সঙ্গেও জড়িয়ে পড়েছে। 

বক্তারা অভিযোগ বলেন, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিএনপির প্রায় ৬০০ ব্যক্তিকে গুম করা হয়েছে, অসংখ্য বিরোধী মতের মানুষকে খুন করা হয়েছে। আওয়ামী সরকারের বিরোধীদের জীবন কাটে হামলা-মামলা-গ্রেপ্তার-গুম আতঙ্কে। এই দুঃসহ জীবন থেকে অসহায় পরিবারগুলো মুক্তি চায়। তারা তাদের প্রিয়জনের খুনের বিচার চায়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন ভয়েস অব ভিকটিম ফ্যামিলির সমন্বয়ক মেহেদি হাসানসহ সংগঠনের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত