Ajker Patrika

‘ছেলেটা বাবাকে খোঁজে, জড়িয়ে ধরতে চায়, কী উত্তর দিই ওকে?’ 

অর্চি হক, ঢাকা
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২: ৪০
‘ছেলেটা বাবাকে খোঁজে, জড়িয়ে ধরতে চায়, কী উত্তর দিই ওকে?’ 

আনাসের বয়স এখনো তিন বছর পেরোয়নি। আর আহনাফ এক বছর সাত মাসের। দুই ভাইয়ের মধ্যে বড়জনের সঙ্গে বেশ ভাব ছিল তাদের বাবা নাদিম মিজানের (৩৫)। বাবাই ছিল তার সব আনন্দের মূলে। কিন্তু নয় দিন হলো বাবাকে দেখে না আনাস, কোলে উঠে জড়িয়ে ধরতে পারে না। প্রতিদিনই সে বাবার খোঁজ করে। কিন্তু সে জানে না, তাদের বাবা আর কখনো ফিরে আসবেন না। 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৯ জুলাই রাজধানীর বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নাদিম মিজান। তাঁর পৈতৃক নিবাস মিরপুরে। গত বছর ডিসেম্বরে তাঁর মা মারা যান, মাত্র ২৫ দিনের ব্যবধানে গত জানুয়ারিতে বাবারও মৃত্যু হয়। এরপর থেকে বনশ্রীতে শ্বশুরবাড়িতেই থাকতেন নাদিম। এই এলাকাতেই গ্যাসের চুলা ও সিলিন্ডারের ব্যবসা ছিল তাঁর। 

নাদিমের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তুলে ধরে তাঁর স্ত্রী তাবাসসুম আক্তার নেহা আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার ও (নাদিম মিজান) জুমার নামাজ পড়তে বের হয়। বাসায় ফিরে ভাত খাবে, তাই ওর জন্য ভাত বেড়ে রেখেছিলাম। বাসার পাশেই মসজিদ। নামাজ শেষে সবাই যখন ফিরছিলেন, তখন মানুষের চিৎকার শুনতে পাই, সঙ্গে গুলির শব্দ। এর কিছুক্ষণ পরই মানুষ ওকে নিয়ে আসে। কোমর আর পেটে দুটি গুলি লাগে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান, ও আর নেই।’

তাবাসসুম নেহা যখন কথাগুলো বলছিলেন তখন তাঁর চোখের নিচে ভেসে ওঠে কালছে দাগ। তাঁর উদ্ভ্রান্ত চেহারা বলে দিচ্ছিল, স্বামীর মৃত্যুতে অবুঝ দুই সন্তানকে নিয়ে অকূলপাথার পাড়ি দিচ্ছেন তিনি। ২০১৮ সালে নাদিম মিজানের সঙ্গে যখন বিয়ে হয়, তাবাসসুম নেহা তখন ক্লাস নাইনের ছাত্রী।

স্বামীর স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘বিয়ের পর ও-ই আমাকে পড়াশোনা করিয়েছে। এসএসসি পাসের পর কনসিভ করলাম। বড় বাচ্চাটা হলো। এরপর আমি আর পড়াশোনা করতে চাইনি; কিন্তু ও পড়াশোনা চালিয়ে নিতে বলত।’ 

ছেলেদের পড়াশোনা, তারা বড় হয়ে কী হবে— সবকিছু নিয়ে রাশি রাশি স্বপ্ন ছিল নাদিমের। বড় ছেলে আনাসের ভর্তির জন্য মিরপুরের একটি স্কুল ঠিক করে এসেছিলেন। কিন্তু ছেলের স্কুলে যাওয়া আর দেখা হলো না তাঁর। 

তাবাসসুম নেহা বলেন, ‘বড় ছেলেটা সারাক্ষণ বাবার সঙ্গেই থাকত। খেলাধুলা সব বাবার সঙ্গেই করত। ছেলেটা বাবাকে খোঁজে, জড়িয়ে ধরতে চায়। কী উত্তর দিই ওকে?’ 

আন্দোলন-সংগ্রাম কোনো কিছুতেই না থেকেও স্বামীর এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না এই নারী। তিনি বলেন, ‘কোটা, মেধা— এসবে আমরা কখনই ছিলাম না। ও (নাদিম মিজান) কখনো পলিটিকসও করেনি। তারপরও ওকে কেন মরতে হলো?’

মৃত্যুর পর নাদিমকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তবে তাঁর মৃত্যুর ঘটনায় হয়নি কোনো মামলা। প্রশাসন থেকে কোনো সাহায্য-সহযোগিতাও পায়নি তাঁর পরিবার।

পরিবারের সদস্যরা জানান, লাশ ময়নাতদন্ত করতে হবে বলে তাঁরা মামলা করেননি। তাবাসসুম নেহা বলেন, ‘আমাদের কোনো টাকা-পয়সার প্রয়োজন নেই। লাশ তোলা হোক, পোস্টমর্টেম হোক, আমরা চাই না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত