Ajker Patrika

জাবির হল খুলে দিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৬: ৫৯
Thumbnail image

জরুরি সিন্ডিকেট সভা ডেকে ২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এই আলটিমেটাম না মানলে আন্দোলন কঠোর করার হুঁশিয়ারি জানিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার এই কর্মসূচি ঘোষণা করেন জাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু। আজ শনিবার বেলা ১১টার দিকে জাবির নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখানে বিশ্ববিদ্যালয়ের হল সভাপতি ও রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে গতকাল ঘোষিত দাবি জানানো হয়।

সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘সম্মিলিতভাবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে। যাতে এই সময়ের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। যদি ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়া না হয়, আমরা সাধারণ শিক্ষার্থীরা পরবর্তী সময়ে কার্যকরী পদক্ষেপ নেব।’

এই আলটিমেটামের পর প্রশাসনের পদক্ষেপ কী হবে জানতে জাবি রেজিস্ট্রার মো. আবু হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত