Ajker Patrika

চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় নাঈম (২৬) নামের এক যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত নাঈম বন্দর উপজেলার আসাদ মিয়ার ছেলে। গত বুধবার বিকেলে উপজেলার মদনপুর ইউনিয়নের লাউসার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়। 

তিনি উপজেলার বর্তমান চেয়ারম্যান ও বন্দর আওয়ামী লীগ সভাপতি এমএ রশিদের পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করেন। কেন্দ্রের ভেতরে তিনি পোলিং এজেন্ট হিসেবে অবস্থান করছিলেন তিনি। 

সহকারী প্রিসাইডিং অফিসার মামুন বলেন, ‘এম এ রশিদের পোলিং এজেন্ট হিসেবে কেন্দ্রে কাজ করছিলেন। ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে সে উঠে জোড় করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করে। এ সময় আমরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করি।’ 

আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লা তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। সাজা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিকে আদালত পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত