Ajker Patrika

লঞ্চ ভাড়াও বাড়ল ৬০%

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৭: ৩৭
লঞ্চ ভাড়াও বাড়ল ৬০%

অন্যান্য বেসরকারি গণপরিবহনের মতো নৌযানের ভাড়াও ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। তবে এ বর্ধিত ভাড়া শুধু ডেকের জন্য প্রযোজ্য। কেবিনের ভাড়া অপরিবর্তীত থাকবে।

আজ বৃহস্পতিবার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ধাপকে প্রথম ধাপের চেয়ে বেশি শক্তিশালী মনে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ দফা স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। এরপর লঞ্চে যাত্রী পরিবহনে জড়িতদের নিয়ে সভা করেছি। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালাতে সবাই একমত হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারের নির্দেশনাগুলো যতদিন কার্যকর থাকবে ততদিন এ বর্ধিত ভাড়া বহাল থাকবে।

লঞ্চগুলো আগের চেয়ে অর্ধেক যাত্রী নেওয়ায় অনেকেই লঞ্চে যাতায়াতের সুযোগ পাবে না। তাই বিশেষ প্রয়োজন ছাড়া এই সময়ে যাত্রীদের যাতায়াত না করার অনুরোধ জানান খালিদ মাহমুদ।

লঞ্চ মালিকরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পরিহার করে সেবার মন নিয়ে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। কোনো লঞ্চ বসিয়ে না রাখার জন্যও মালিকদের অনুরোধ জানান তিনি।

মহামারীর মধ্যে লঞ্চের ই-টিকেটিং চালুর বিষয়ে মালিকরা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...