সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ভুলে বাড়িওয়ালার বদলে বিনা দোষে কারাভোগ করা ভাড়াটিয়া তারেক মিয়া জামিন পেয়েছেন।
১০ দিন কারাভোগের পর আজ বুধবার সকালে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিজোয়ানা রশীদ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বলে তাঁর আইনজীবী এস. এম. ফাইজুর রহমান জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলের মামলায় বিনা জামানতে আদালত তারেকের জামিন আবেদন মঞ্জুর করেন।
৫৪ হাজার ৫৪৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে পিডিবির সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২৫ জুলাই তারেক মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পরোয়ানা জারি হলে গত ১৬ অক্টোবর পুলিশ তারেক মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অথচ তারেক মিয়া সখীপুর পিডিবির বিদ্যুতের গ্রাহক নন। তাঁর নামে কোনো মিটার বা আবাসিক হিসাব নেই।
মামলায় যে হিসাব নম্বর দেওয়া ছিল, তা ছিল তারেক মিয়ার বাড়িওয়ালা সাইফুল ইসলাম ওরফে তারা মিয়ার। কিন্তু সেখানে নাম দেওয়া হয় ভাড়াটিয়া তারেক মিয়ার।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল আদালত এলাকায় তারেকের বাবা নুরু মিয়া, বোন জামাতা মনির হোসেন ও প্রতিবেশী ইলিয়াস কাশেম জেলখানা থেকে তারেকের ছাড়া পাওয়ার অপেক্ষা করছেন। এ বিষয়ে প্রতিবেশী ইলিয়াস কাশেম বলেন, ‘কাগজপত্র ঠিক হলে সন্ধ্যার আগেই তারেক জেলখানা থেকে বেরিয়ে আসবে বলে আমরা ধারণা করছি।’
তাঁর মা নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মাডা ফিরা আইছে বাবা। এই কয়দিন আমার আত্মাডা আমার কাছে আছালনা, বুকটা খালি শুকাইয়া যাইতো, বারবার পানি খাইছি আর পুলাডার জন্যি চিন্তা করছি, কহন আমার পুলাডা আমার ঘরে ফিরা আইবো! আইজক্যা পুলাডার জামিনের খবর হুইনা প্রাণ ভইরা নিশ্বাস নিছি।’
টাঙ্গাইলের সখীপুরে বকেয়া বিদ্যুৎ বিলের মামলায় স্থানীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ভুলে বাড়িওয়ালার বদলে বিনা দোষে কারাভোগ করা ভাড়াটিয়া তারেক মিয়া জামিন পেয়েছেন।
১০ দিন কারাভোগের পর আজ বুধবার সকালে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিজোয়ানা রশীদ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বলে তাঁর আইনজীবী এস. এম. ফাইজুর রহমান জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলের মামলায় বিনা জামানতে আদালত তারেকের জামিন আবেদন মঞ্জুর করেন।
৫৪ হাজার ৫৪৮ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে পিডিবির সখীপুর বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গত ২৫ জুলাই তারেক মিয়ার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় পরোয়ানা জারি হলে গত ১৬ অক্টোবর পুলিশ তারেক মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। অথচ তারেক মিয়া সখীপুর পিডিবির বিদ্যুতের গ্রাহক নন। তাঁর নামে কোনো মিটার বা আবাসিক হিসাব নেই।
মামলায় যে হিসাব নম্বর দেওয়া ছিল, তা ছিল তারেক মিয়ার বাড়িওয়ালা সাইফুল ইসলাম ওরফে তারা মিয়ার। কিন্তু সেখানে নাম দেওয়া হয় ভাড়াটিয়া তারেক মিয়ার।
সরেজমিনে দেখা গেছে, টাঙ্গাইল আদালত এলাকায় তারেকের বাবা নুরু মিয়া, বোন জামাতা মনির হোসেন ও প্রতিবেশী ইলিয়াস কাশেম জেলখানা থেকে তারেকের ছাড়া পাওয়ার অপেক্ষা করছেন। এ বিষয়ে প্রতিবেশী ইলিয়াস কাশেম বলেন, ‘কাগজপত্র ঠিক হলে সন্ধ্যার আগেই তারেক জেলখানা থেকে বেরিয়ে আসবে বলে আমরা ধারণা করছি।’
তাঁর মা নাছিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মাডা ফিরা আইছে বাবা। এই কয়দিন আমার আত্মাডা আমার কাছে আছালনা, বুকটা খালি শুকাইয়া যাইতো, বারবার পানি খাইছি আর পুলাডার জন্যি চিন্তা করছি, কহন আমার পুলাডা আমার ঘরে ফিরা আইবো! আইজক্যা পুলাডার জামিনের খবর হুইনা প্রাণ ভইরা নিশ্বাস নিছি।’
শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করার সাত ঘণ্টা পর তা স্থগিত করল আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা
২ মিনিট আগেআপনারা কিছু লিখিয়েন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের নিরাপত্তা দেবে কে? যা হওয়ার হয়েছে, আমরা পুলিশকে জানাব না। ভয়-আতঙ্কে এসব কথা বলেন চট্টগ্রামের রাউজানে ডাকাতির শিকার পরিবারের ষাটোর্ধ্ব গৃহকর্ত্রী মিতা বড়ুয়া।
১০ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে ৬৫ বছরের একটি পুরোনো রাস্তা প্রভাবশালী দুই ভাই বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে এই মানববন্ধন হয়।
১০ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে পদযাত্রা করবেন। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে আসছেন তাঁরা। এদিন বিকেলে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করবেন তাঁরা।
১৮ মিনিট আগে