Ajker Patrika

১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৫: ২৮
১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১ হাজার ২০০ কোটি টাকা হাতিয়ে বিদেশে পাড়ি জমানো চট্টগ্রামের এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াসিন চৌধুরীর বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডিকে এই নির্দেশ দেওয়া হয়। দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 
 
একটি দৈনিকে প্রকাশিত এসংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন। 

আর আগামী ৯ মার্চ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। গত ৫ জানুয়ারি ‘দেড় হাজার কোটি টাকা হাতিয়ে বিদেশে ইয়াসিন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি রোববার আদালতের নজরে আনেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় হাজার কোটি টাকা হাতিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন ইয়াসিন চৌধুরী। গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং আর্থিক প্রতিষ্ঠানের ঋণ ফেরত না দেওয়ার অভিযোগে চট্টগ্রামে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি দুবাইয়ে বিলাসী জীবন কাটাচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত