নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগির কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের পকেট কাটছে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির তথ্য বলছে, করপোরেট গ্রুপগুলো খেয়ালখুশিমতো বিভিন্ন সময় ডিম, মুরগি, পোলট্রি ফিড ও বাচ্চার দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়াচ্ছে। এর মাধ্যমে বাজারে ডিম-মুরগির বাড়তি দাম জায়েজ করার চেষ্টা করছে।
বিপিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ আগস্ট একটি ব্রয়লার মুরগির বাচ্চার উৎপাদন খরচ ছিল ২৮-৩০ টাকা। আর বিক্রয় দাম ছিল ৩৫ টাকা। কালার বার্ড সোনালি মুরগির বাচ্চার উৎপাদন খরচ ২০-২২ টাকা। বিক্রি হয়েছিল ৩০-৩২ টাকায়। ডিমের লেয়ার বাচ্চা উৎপাদন খরচ ২০-২৫, বিক্রি হয় ৪৫-৫০ টাকায়।
কী এমন উৎপাদন খরচ বাড়ল যে ২০ দিনের ব্যবধানে আজ ১৩ সেপ্টেম্বরে কোনো কারণ ছাড়াই সেই বাচ্চা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়, কালার বার্ড সোনালি মুরগির বাচ্চা ৫০-৫৫ টাকা, আর লেয়ার মুরগির বাচ্চা ৬৫-৭০ টাকায়।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, কেন কয়েক দিন পরপর ডিম-মুরগির দাম বাড়ে, এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। আগে করপোরেট গ্রুপ ফিড ও বাচ্চা উৎপাদন করত। তখন কোনো অস্থিরতা ছিল না। কিন্তু ২০২০ সালের করোনা মহামারির পর থেকে করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগি উৎপাদন শুরু করে। এরপর থেকেই বাজার অস্থিরতা শুরু হয়েছে।
করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগির কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের পকেট কাটছে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনটির তথ্য বলছে, করপোরেট গ্রুপগুলো খেয়ালখুশিমতো বিভিন্ন সময় ডিম, মুরগি, পোলট্রি ফিড ও বাচ্চার দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়াচ্ছে। এর মাধ্যমে বাজারে ডিম-মুরগির বাড়তি দাম জায়েজ করার চেষ্টা করছে।
বিপিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ আগস্ট একটি ব্রয়লার মুরগির বাচ্চার উৎপাদন খরচ ছিল ২৮-৩০ টাকা। আর বিক্রয় দাম ছিল ৩৫ টাকা। কালার বার্ড সোনালি মুরগির বাচ্চার উৎপাদন খরচ ২০-২২ টাকা। বিক্রি হয়েছিল ৩০-৩২ টাকায়। ডিমের লেয়ার বাচ্চা উৎপাদন খরচ ২০-২৫, বিক্রি হয় ৪৫-৫০ টাকায়।
কী এমন উৎপাদন খরচ বাড়ল যে ২০ দিনের ব্যবধানে আজ ১৩ সেপ্টেম্বরে কোনো কারণ ছাড়াই সেই বাচ্চা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়, কালার বার্ড সোনালি মুরগির বাচ্চা ৫০-৫৫ টাকা, আর লেয়ার মুরগির বাচ্চা ৬৫-৭০ টাকায়।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, কেন কয়েক দিন পরপর ডিম-মুরগির দাম বাড়ে, এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। আগে করপোরেট গ্রুপ ফিড ও বাচ্চা উৎপাদন করত। তখন কোনো অস্থিরতা ছিল না। কিন্তু ২০২০ সালের করোনা মহামারির পর থেকে করপোরেট গ্রুপগুলো ডিম-মুরগি উৎপাদন শুরু করে। এরপর থেকেই বাজার অস্থিরতা শুরু হয়েছে।
আজ বুধবার বিকেল ৫টা ৫২ মিনিটে সিলেটের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে। এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরবে যাবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক...
১৮ মিনিট আগেলালমনিরহাটে স্নাতকোত্তরের ব্যবহারিক পরীক্ষা দিতে এসে সন্তান জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামের এক পরীক্ষার্থী। আজ বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর ছেলেসন্তান হয়। এর আগে তিনি হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজে পরীক্ষা দিতে এসেছিলেন।
২০ মিনিট আগেসাবেক মন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও তাঁদের মেয়ে এস আমরীন রাখির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারি করেন।
২৪ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেছে সংগঠনটি। বিষয়টিকে প্রশাসনের...
২৮ মিনিট আগে