Ajker Patrika

মতিঝিল আইডিয়ালের ভর্তি বাণিজ্য তদন্তে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিলসহ তিনটি শাখায় ভর্তি বাণিজ্যের বিষয়ে তদন্তে নেমেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

সম্প্রতি মাউশি পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 

অফিস আদেশে, আজকের পত্রিকায় প্রকাশিত শিরোনাম ‘শতকোটি টাকার ভর্তি-বাণিজ্য’—উল্লেখ্য করে বলা হয় বিষয়টি তদন্তে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের সহযোগিতা প্রয়োজন। এ জন্য ভর্তি বিষয়ক যাবতীয় তথ্য সরবরাহের অনুরোধ করা হলো। 

এ বিষয়ে মো. আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, উচ্চ পর্যায়ের নির্দেশে আজকের পত্রিকার প্রতিবেদনের প্রেক্ষিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শাখায় ভর্তি বাণিজ্যের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। তদন্তকাজের অংশ হিসেবে গত ২৯ আগস্ট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করা হয়েছে। 

১৯৬৫ সালের ১৫ মার্চ মতিঝিলে যাত্রা শুরু করে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। পরে বনশ্রী ও মুগদাতেও শাখা খোলা হয়। এই তিনটি শাখায় বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে শিক্ষার্থী ২৮ হাজারের বেশি। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সাত শতাধিক। 

গত ১৬ মে আজকের পত্রিকার শতকোটি টাকার ভর্তি-বাণিজ্য শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিলসহ তিনটি শাখায় গত ৯ বছরে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তি করা হয়েছে। প্রতিষ্ঠানের গভর্নিং বডির অনুমোদিত আসনসংখ্যার অতিরিক্ত এসব শিক্ষার্থী ভর্তিতে লেনদেন হয়েছে শতকোটি টাকার বেশি। আইডিয়াল স্কুলে ভর্তিসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র ঘেঁটে এবং অভিযোগ অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে। 

অভিযোগ আছে, দুটি সিন্ডিকেট এই অবৈধ ভর্তি-বাণিজ্যে জড়িত। এই চক্রে ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাও। শিক্ষাপ্রতিষ্ঠানটির ভর্তি-বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত