Ajker Patrika

রেলস্টেশনে যাত্রীদের জন্য অণু-পাঠাগার 

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৪৯
রেলস্টেশনে যাত্রীদের জন্য অণু-পাঠাগার 

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে যাত্রীদের অবসর সময়ে জ্ঞান চর্চার সুযোগ করে দিতে পাঠাগার স্থাপন করা হয়েছে। বাতিঘর আদর্শ পাঠাগার রেলস্টেশনে এই অণু-পাঠাগারটি স্থাপন করে। আজ বৃহস্পতিবার সকালে কবি ও টাঙ্গাইলের সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল এই পাঠাগারের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে কুমুদিনী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আব্দুস ছাত্তার খান, সহসভাপতি ডা. রাজেন্দ্র দেবনাথ, কর পরিদর্শক খন্দকার মিজানুর রহমান, টাঙ্গাইল রেলস্টেশনের স্টেশন মাস্টার রকিবুল হাসান, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামানসহ পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

টাঙ্গাইল থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের অপেক্ষমাণ যাত্রী আলতাফ হোসেন বলেন, ‘এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। খুবই ভালো লাগছে। ট্রেনের জন্য বিভিন্ন সময় স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অপেক্ষার এ সময়টুকু বই পড়ে আনন্দের মধ্যে কাটাতে পারব।’ 

বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, ট্রেনের শিডিউল বিপর্যয় বা বিলম্বে আসার কারণে যাত্রীদের অনেক সময় অপেক্ষা করতে হয়। অলস এই সময় গল্পগুজবে কেটে যায়। স্টেশনের বিরক্তির সমটুকুতে বই পড়ার মধ্য দিয়ে মনোজগৎকে কিছুটা হলেও পরিশুদ্ধ করতে পারবেন যাত্রীরা। ইতিমধ্যে জেলার বেশ কয়েকটি বাজারে সেলুন ও বাসস্ট্যান্ড অণু-পাঠাগার চালু করা হয়েছে। 

টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার স্থাপন করেন কামরুজ্জামান। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত