Ajker Patrika

ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইন কর্মীদের দেওয়া হবে টিকার বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইন কর্মীদের দেওয়া হবে টিকার বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

আগামী রোববার বা সোমবার থেকে ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইন কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমনটি জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইন কর্মী যেমন ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক এবং যাদের বিভিন্ন সময় দৌড়াদৌড়ি করতে হয়। এই ধরনের ব্যক্তিদের আমরা বুস্টার ডোজ দেওয়ার  সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন। আগামী সপ্তাহের রোববার বা সোমবার বুস্টার ডোজের ট্রায়াল শুরু হবে। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের ভ্যাকসিনের কোনো অভাব নাই। আমাদের কাছে এখনো প্রায় সাত কোটি ভ্যাকসিন আছে, এবং আগামী মাসে আরও দুই কোটি ভ্যাকসিন আসবে। সব ভ্যাকসিন মিলে আমাদের হাতে এখন পৌনে ৫ কোটি ভ্যাকসিন আছে। আমাদের টার্গেটের প্রায় ৫০ শতাংশ মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং প্রায় ৩০ শতাংশ বেশি ডাবল ডোজ দেওয়া হয়ে গেছে। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাটুরিয়া উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত