Ajker Patrika

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

প্রতিনিধি, ভূঞাপুর
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১১: ০১
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সেতুর পূর্ব থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত ২৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল বাইপাসের পর থেকে ধীরগতিতে গাড়ি চলাচল করলেও থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। আবার অনেক জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছে যানবাহন। গাড়ির চাপ বেশি থাকায় গতকাল শনিবার রাত থেকে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

সেতুর উভয় প্রান্তে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন। এতে যাত্রীসহ গরু ব্যবসায়ীরা পড়েছেন চরম দুর্ভোগে। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। এতে গরমে অনেকের গরু অসুস্থ হয়ে পড়ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সামনে তিনটি গাড়ি বিকল হওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ছাড়া রাতে বৃষ্টির কারণে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে পারেনি। সড়কে যানবাহনের চাপ রয়েছে। ধীরগতিতে গাড়ি চলাচল করছে। কোথাও আবার থেমে থেমে যানজট হচ্ছে। তবে মহাসড়কে পুলিশ কাজ করে যাচ্ছে। সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের একাধিক সদস্য টহল দিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত