কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান ও তার দেহরক্ষীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ১৫ জন নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে গতকাল শনিবার দিবাগত রাতে কালীগঞ্জ থানায় এই মামলা করা হয়।
আনসার সদস্য আকরাম হোসেন বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান।
মামলায় অন্য আসামিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন (৪৭), রামচন্দ্রপুর এলাকার আকরাম হোসেন (৪৮), উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান (৪৩) ও মো. কাজল (৩৪), ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন ফরাজী, বড়গাঁও এলাকার সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. হেকিম ফরাজী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির (৪৫), চেয়ারম্যানের ভাই মো. কালাম (৩৫), বড়গাঁও এলাকার মেম্বার জাহাঙ্গীর ফরাজী (৪৬), বড়গাঁও এলাকার রুবেল পালোয়ান (৩২), ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন পাঠান (৩৮), ২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান (২৮), মোক্তারপুর এলাকার সবুজ মেম্বারের ছেলে এবং নোয়াপাড়া এলাকার মেম্বার সিরাজুল ইসলাম (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে স্মরণসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। স্মরণসভায় যোগদানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। এদিকে একই লক্ষ্যে মোক্তারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে একদল নেতা-কর্মী অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদ চত্বরের ভেতর জড়ো হন।
সে সময় উপজেলা পরিষদের শিল্পকলা একাডেমিতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল। প্রথমে উপজেলা পরিষদের নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্যরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের গাড়ি চত্বরের বাইরে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু নেতা-কর্মীরা এতে উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে ইউএনও আজিজুর রহমান নিজে সেখানে আসেন। তিনি ইউপি চেয়ারম্যানকে ডেকে বলেন স্থানীয় সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ লোকজন উপজেলা পরিষদে আসবেন। সম্ভব হলে নেতা-কর্মীদের গাড়ি যেন বাইরের খোলা জায়গায় নিয়ে রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান উচ্চ স্বরে বাক্য বিনিময় শুরু করেন ইউএনওর সঙ্গে। তখন চেয়ারম্যানের সঙ্গে থাকা নেতা-কর্মীরা এগিয়ে এসে ইউএনওসহ তাঁর সঙ্গে থাকা লোকজনের ওপর চড়াও হন।
এ ব্যাপারে চেয়ারম্যান মো. আলমগীরের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, ‘ওই ঘটনার পর শনিবার রাতে আনসার সদস্য আকরাম হোসেন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করেছেন। আমরা গতকাল রাত ৩টা পর্যন্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছি। অভিযান অব্যাহত রয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান ও তার দেহরক্ষীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ১৫ জন নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে গতকাল শনিবার দিবাগত রাতে কালীগঞ্জ থানায় এই মামলা করা হয়।
আনসার সদস্য আকরাম হোসেন বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান।
মামলায় অন্য আসামিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জাকির হোসেন (৪৭), রামচন্দ্রপুর এলাকার আকরাম হোসেন (৪৮), উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান (৪৩) ও মো. কাজল (৩৪), ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন ফরাজী, বড়গাঁও এলাকার সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. হেকিম ফরাজী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল ফকির (৪৫), চেয়ারম্যানের ভাই মো. কালাম (৩৫), বড়গাঁও এলাকার মেম্বার জাহাঙ্গীর ফরাজী (৪৬), বড়গাঁও এলাকার রুবেল পালোয়ান (৩২), ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন পাঠান (৩৮), ২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হাসান (২৮), মোক্তারপুর এলাকার সবুজ মেম্বারের ছেলে এবং নোয়াপাড়া এলাকার মেম্বার সিরাজুল ইসলাম (৪৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে শহীদ ময়েজউদ্দিনের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে স্মরণসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। স্মরণসভায় যোগদানের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। এদিকে একই লক্ষ্যে মোক্তারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে একদল নেতা-কর্মী অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদ চত্বরের ভেতর জড়ো হন।
সে সময় উপজেলা পরিষদের শিল্পকলা একাডেমিতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছিল। প্রথমে উপজেলা পরিষদের নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্যরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের গাড়ি চত্বরের বাইরে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু নেতা-কর্মীরা এতে উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে ইউএনও আজিজুর রহমান নিজে সেখানে আসেন। তিনি ইউপি চেয়ারম্যানকে ডেকে বলেন স্থানীয় সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ লোকজন উপজেলা পরিষদে আসবেন। সম্ভব হলে নেতা-কর্মীদের গাড়ি যেন বাইরের খোলা জায়গায় নিয়ে রাখা হয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান উচ্চ স্বরে বাক্য বিনিময় শুরু করেন ইউএনওর সঙ্গে। তখন চেয়ারম্যানের সঙ্গে থাকা নেতা-কর্মীরা এগিয়ে এসে ইউএনওসহ তাঁর সঙ্গে থাকা লোকজনের ওপর চড়াও হন।
এ ব্যাপারে চেয়ারম্যান মো. আলমগীরের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, ‘ওই ঘটনার পর শনিবার রাতে আনসার সদস্য আকরাম হোসেন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করেছেন। আমরা গতকাল রাত ৩টা পর্যন্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছি। অভিযান অব্যাহত রয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনার বাতাস গতকাল দুপুর থেকে ভারী হয়ে ওঠে কান্নায়। বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি হায়দার আলী ভবনের প্রধান ফটকে পড়ে বিধ্বস্ত হতেই বেমালুম পাল্টে যায় শিক্ষাঙ্গনের প্রাণচঞ্চল পরিবেশ। বিস্ফোরণের বিকট শব্দে বিমূঢ় হয়ে পড়ে শিক্ষার্থীসহ সবাই। শুরু হয় দৌড়াদৌড়ি, আর্তনাদ।
১ মিনিট আগেগত বছর জুলাই আন্দোলন চলাকালে বাসার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিল আইনুন নাহারের ছোট মেয়ে নাঈমা সুলতানা। সেই ঘটনার এক বছর পর বড় মেয়ে তাসপিয়া সুলতানা গতকাল সোমবারে বেঁচে গেল অল্পের জন্য। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমানটি যখন আছড়ে পড়ে, তার কিছুক্ষণ আগে ক্লাস শেষ করে...
৬ মিনিট আগে‘আমাদের ছুটি হয়ে গিয়েছিল। ছুটির পর স্বাভাবিকভাবে আমরা বাসায় চলে আসি। কিন্তু হঠাৎ ভয়ংকর একটি শব্দ হয়। পেছন ফিরে তাকিয়ে দেখি, দাউ দাউ করে আগুন জ্বলছে। তা-ও আমাদের প্রাইমারি স্কুল সেকশনে। কী ঘটনা হয়েছে, তা জানতে স্বাভাবিকভাবে যাই ওইখানে। পরে দেখি, অনেকে খুব মারাত্মক আহত হয়েছে।
১১ মিনিট আগেদিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তিনটি ইউনিটের মধ্যে আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যা থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়; যা থেকে প্রতিদিন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
১ ঘণ্টা আগে