Ajker Patrika

রাজবাড়ীতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২৩: ৪০
রাজবাড়ীতে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

রাজবাড়ীতে পেছন থেকে একটি প্রাইভেটকার একটি ট্রাককে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩ জন। আজ রোববার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মো. আমিনুল ইসলাম আলিম (৫০), একই ইউনিয়নের খলিলপুর গ্রামের জলিল মৌলবীর ছেলে মাসুদ মৌলবী (চালক) (৫৫) ও একই গ্রামের মৃত ছোরাপউদ্দিন সরদারের ছেলে হিটু সরদার (৪০)।  

আহতরা হলেন-সুলতানাপুর ইউনিয়নের শামীম ব্যাপারী (৪০), মাচ্চর ইউনিয়নের আজিজুল হকের ছেলে জিএম মোর্শেদ প্রিন্স (৫০) এবং মাচ্চর ইউপি সদস‍্য আলীমুজ্জামান (৪০)। 

rajbariবসন্তপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার সিদ্দিকুর রহমান বলেন, রাত আটটার দিকে হঠাৎ চিৎকার শুনতে পেয়ে রেলক্রসিংয়ের কাছে এগিয়ে এসে দেখি দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলেই মাসুদ মৌলভি এবং কামরুজ্জামান হিটু সরদার মারা গেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। এরপরই আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

খানখানাপুর তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল ইসলাম বলেন, দুটি গাড়িই ফরিদপুরগামী ছিল। সামনে ছিল ট্রাক আর পেছনে ছিল প্রাইভেটকার। রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর রেলক্রসিংয়ের স্পিড ব্রেকারে ট্রাকটি স্লো করলে পেছনে থাকা প্রাইভেটকার এসে ট্রাককে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুজন নিহত হয়। আর আহত ৩ জনকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত