Ajker Patrika

সখীপুরে প্রবাসফেরত নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে মোহসিনা খাতুন মীম (৩০) নামের প্রবাসফেরত এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মীম উপজেলার প্রতিমা বংকী জনতা বাজার এলাকার মাহবুবুর রহমানের মেয়ে। চার-পাঁচ মাস আগে দুবাই থেকে ফিরে এসে তিনি বড় বোনের সঙ্গে থাকতেন।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে মীম তাঁর বোনের সঙ্গে কথা বলে নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে মীমের ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ছাইদুর রহমান ভূঞা আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত