Ajker Patrika

বরগুনায় মাদ্রাসার মাঠ দখল করে বীজতলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
বরগুনার তালতলী উপজেলার সিএনএ (চরপাড়া নুর আহম্মেদিয়া) দাখিল মাদ্রাসার মাঠ দখল করে করা আমন ধানের বীজতলা। এতে মাঠ ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা
বরগুনার তালতলী উপজেলার সিএনএ (চরপাড়া নুর আহম্মেদিয়া) দাখিল মাদ্রাসার মাঠ দখল করে করা আমন ধানের বীজতলা। এতে মাঠ ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আজকের পত্রিকা

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখোলা সিএনএ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে মাদ্রাসা ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস‌্য মো. জসিম উদ্দিন মোল্লা আমন ধানের বীজতলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা। ঘটনার সঙ্গে জড়িত মাদ্রাসার সভাপতি জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

জানা গেছে, তালতলীর হরিণখোলা গ্রামে ১৯৮৫ সালে সিএনএ (চরপাড়া নুর আহম্মেদিয়া) দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। গত জুনে মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়ে পুরো মাঠে খুঁটি পুঁতে মাদ্রাসার ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি জসিম উদ্দিন মোল্লা আমন ধানের বীজতলা করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁকে বাধা দিলেও তিনি তা মানেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার কয়েকজন শিক্ষক বলেন, জসিম উদ্দিন মোল্লা মাদ্রাসা ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি। এ কারণে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও সাহস পায়নি মাদ্রাসা কর্তৃপক্ষ। মাঠ দখল করে বীজতলা তৈরি করায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে।

গত মঙ্গলবার মাদ্রাসায় গিয়ে দেখা যায়, মাঠজুড়ে খুঁটি পুঁতে জাল দিয়ে ঘেরাও করে আমন ধানের বীজতলা তৈরি করা হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের ও তামিম বলেন, ‘এক মাসের বেশি সময় ধরে আমরা মাঠে খেলাধুলা করতে পারছি না। শুনেছি, সভাপতি জসিম মোল্লা তাঁর লোকজন দিয়ে বীজতলা তৈরি করেছেন।’

অভিভাবক হানিফ মোল্লা ও হাবিব খলিফা বলেন, ‘যিনি রক্ষক, তিনিই ভক্ষক হয়ে গেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করবে। কিন্তু সেখানে সভাপতি প্রভাব খাটিয়ে বীজতলা তৈরি করেছেন।’

এ বিষয়ে হরিণখোলা সিএনএ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, ‘মাদ্রাসার ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা আমাকে না জানিয়ে বীজতলা তৈরি করেছেন। মাদ্রাসার সভাপতি হওয়ায় আমি কিছুই বলতে পারিনি।’

অভিযোগের বিষয়ে মাদ্রাসা ব‌্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য জসিম উদ্দিন মোল্লা বলেন, ‘ওই বীজতলা আমাদের এলাকার চাষি আল-আমিন করেছেন। ওই চাষি বিপদগ্রস্ত, তাই আমি অনুমতি দিয়েছি।’

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিষয়টি জেনেছি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত