Ajker Patrika

নকলায় আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নকলা (শেরপুর) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শেরপুরের নকলায় দলীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে নকলা পৌর শহরের কামারপট্টি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ছফির উদ্দিন (৫৭), চন্দ্রকোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক আজিম (৪৬) এবং গণপদ্দী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সাইফুল ইসলাম সরকার লিটন (৪৮)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নকলা পৌর শহরের কামারপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আজ বুধবার (৩০ জুলাই) নকলা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত