Ajker Patrika

ডিএমপির আট কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিএমপির আট কর্মকর্তার বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিষয়টি ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হয়। গতকাল রোববার (২ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। 

বদলি হওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ মাহবুব-উন-নবীকে ডিএমপির সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে, উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ফেরদাউছ হোসেনকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, ডিএমপি সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাফিজ মাহমুদকে ডিএমপির পিওএম’র দক্ষিণ ও শেখ শহিদুল ইসলামকে পিওএম পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে। 

এ ছাড়া ডিএমপি সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামানকে উত্তরা বিভাগে (পেট্রোল-উত্তরা পশ্চিম), ডিএমপি সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহবুবুল হককে ডিএমপির ক্রাইম বিভাগের কমিউনিটি পুলিশিং শাখায়, মো. মনির হোসনকে পিওএম পূর্ব বিভাগে এবং মো. মনিরুল ইসলামকে মিরপুর বিভাগের পল্লবী জোনের পেট্রোল হিসেবে বদলি করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত