রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
গতকাল দিবাগত রাত ১টা থেকে কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধে ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সকাল পর্যন্ত ঘাট এলাকায় সৃষ্টি হয় দুই কিলোমিটার যানবাহনের সারি।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা পড়েছে। রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। অন্যদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। সারা রাত আটকে থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।
যশোর থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে যশোর থেকে রওনা দিয়েছি। সকাল ৯টায় ঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। ঘাটে গাড়ির লম্বা সিরিয়াল সৃষ্টি হয়েছে।’
আরেক যাত্রী সোবাহান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি কাজে ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছি। ভোর ৬টা থেকে ঘাটে এসে বসে ছিলাম। ছোট শিশুটিকে নিয়ে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক ইসলাম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত একটা থেকে ঘাটে এসে বসে আছি। ভোরে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ১০টা বাজল ফেরি চলাচল স্বাভাবিক হতে। সারা রাত শীতে কষ্ট পোহাতে হয়েছে।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।’
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
গতকাল দিবাগত রাত ১টা থেকে কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ৩টি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধে ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সকাল পর্যন্ত ঘাট এলাকায় সৃষ্টি হয় দুই কিলোমিটার যানবাহনের সারি।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, ঘাট এলাকা কুয়াশায় ঢাকা পড়েছে। রাত একটা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছে। অন্যদিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের সারি সৃষ্টি হয়েছে। সারা রাত আটকে থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে চালক ও যাত্রীরা।
যশোর থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস পরিবহনের যাত্রী আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে যশোর থেকে রওনা দিয়েছি। সকাল ৯টায় ঘাটে এসে জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। ঘাটে গাড়ির লম্বা সিরিয়াল সৃষ্টি হয়েছে।’
আরেক যাত্রী সোবাহান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘জরুরি কাজে ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকায় যাচ্ছি। ভোর ৬টা থেকে ঘাটে এসে বসে ছিলাম। ছোট শিশুটিকে নিয়ে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক ইসলাম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘রাত একটা থেকে ঘাটে এসে বসে আছি। ভোরে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ১০টা বাজল ফেরি চলাচল স্বাভাবিক হতে। সারা রাত শীতে কষ্ট পোহাতে হয়েছে।’
এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।’
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৩ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে