সাভার (ঢাকা) প্রতিনিধি
বাবা দিনমজুর ও মা মানুষের বাসায় কাজ করে। তাই ৫ বছরের শিশু সাকিবকে ঘরে রেখেই কাজে যান তাঁরা। কিন্তু হঠাৎই ঘরে আগুন লেগে যায়, আর এতে ঘরের ভেতরেই আগুনে পুড়ে মারা যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস শিশুর দগ্ধ মরদেহ উদ্ধার করে।
আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকার আশুলিয়ার পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে ছড়িয়ে পড়ে প্রায় ৪টি কক্ষে।
মৃত শিশুটির বাবার নাম নিজামউদ্দিন। তারা ওই এলাকারই স্থানীয় বাসিন্দা। শামসুন্নাহারের বাসায় ভাড়া থাকত।
ফায়ার সার্ভিস জানায়, যে ঘরে শিশুটি ছিল, সেই ঘরের সবকিছুই আগুনে পুড়ে গেছে। আশপাশের কক্ষে আগুন ছড়িয়ে পড়লেও সব পুড়ে যায়নি, কিছু কিছু জিনিস বের করতে পেরেছে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘শিশুকে তালাবদ্ধ রেখে কাজে যেতেন বাবা-মা। আজ সেই ঘর থেকেই আগুনের সূত্রপাত। এক প্রতিবেশীর কাছে সাকিবদের ঘরের চাবি ছিল, আগুন ছড়িয়ে পড়লে তারা ঘর খুলে শিশুটিকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় বের করতে পারেনি। পরে আমরা গিয়ে আগুন নেভাই ও শিশুটির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করি।’
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শিশুটি আগুন নিয়ে খেলছিল নাকি শর্টসার্কিট হয়েছে তা আপাতত বলতে পারছি না। তবে প্রাথমিকভাবে শর্টসার্কিটের কথাই সন্দেহ করছি।’
স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাফফর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি অনেক দরিদ্র। তারা এই এলাকার স্থানীয় বাসিন্দা হলেও নিজেদের কোনো বাড়ি নেই। শিশুটির শরীরের প্রায় ৪ ভাগের ৩ ভাগ অংশ পুড়ে গেছে।
আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শিশুটির লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে একেবারে ছাই। লাশের কিছু অংশ পাওয়া গেছে।’
বাবা দিনমজুর ও মা মানুষের বাসায় কাজ করে। তাই ৫ বছরের শিশু সাকিবকে ঘরে রেখেই কাজে যান তাঁরা। কিন্তু হঠাৎই ঘরে আগুন লেগে যায়, আর এতে ঘরের ভেতরেই আগুনে পুড়ে মারা যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস শিশুর দগ্ধ মরদেহ উদ্ধার করে।
আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকার আশুলিয়ার পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে ছড়িয়ে পড়ে প্রায় ৪টি কক্ষে।
মৃত শিশুটির বাবার নাম নিজামউদ্দিন। তারা ওই এলাকারই স্থানীয় বাসিন্দা। শামসুন্নাহারের বাসায় ভাড়া থাকত।
ফায়ার সার্ভিস জানায়, যে ঘরে শিশুটি ছিল, সেই ঘরের সবকিছুই আগুনে পুড়ে গেছে। আশপাশের কক্ষে আগুন ছড়িয়ে পড়লেও সব পুড়ে যায়নি, কিছু কিছু জিনিস বের করতে পেরেছে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘শিশুকে তালাবদ্ধ রেখে কাজে যেতেন বাবা-মা। আজ সেই ঘর থেকেই আগুনের সূত্রপাত। এক প্রতিবেশীর কাছে সাকিবদের ঘরের চাবি ছিল, আগুন ছড়িয়ে পড়লে তারা ঘর খুলে শিশুটিকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় বের করতে পারেনি। পরে আমরা গিয়ে আগুন নেভাই ও শিশুটির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করি।’
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘শিশুটি আগুন নিয়ে খেলছিল নাকি শর্টসার্কিট হয়েছে তা আপাতত বলতে পারছি না। তবে প্রাথমিকভাবে শর্টসার্কিটের কথাই সন্দেহ করছি।’
স্থানীয় পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাফফর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি অনেক দরিদ্র। তারা এই এলাকার স্থানীয় বাসিন্দা হলেও নিজেদের কোনো বাড়ি নেই। শিশুটির শরীরের প্রায় ৪ ভাগের ৩ ভাগ অংশ পুড়ে গেছে।
আশুলিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শিশুটির লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে একেবারে ছাই। লাশের কিছু অংশ পাওয়া গেছে।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০যৌন হয়রানির অভিযোগে বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এম মওদুদ আহমেদকে অবশেষে বদলি করা হয়েছে। রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কলেজ কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, শিক্ষক মওদুদের বিষয়ে কোনো...
১ ঘণ্টা আগেনেছারাবাদের বলদিয়া ইউনিয়নের সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। নেছারাবাদের শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা তাওহিদুল আলম জিসানের নাম বাদ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। গতকাল রোববার (৩ আগস্ট) রাতে মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত না থাকার কারণে...
১ ঘণ্টা আগে