Ajker Patrika

রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার নুরু মন্ডলের পাড়ায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া গ্রামের মাছেম মোল্লার ছেলে মো. নুরু মোল্লা (৭০) ও তার ভাতিজা মো. আনোয়ার মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (২৮)। 

স্থানীয়রা জানায়, নুরু মন্ডলের পাড়া এলাকায় মাটি খনন কাজে ব্যবহৃত ভেকু (এক্সকেভেটর) কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খালের পানিতে পড়ে। এতে ওই খালের পুরো পানি বিদ্যুতায়িত হয়ে যায়। দুপুরে বাড়ির পাশের ওই খালে গোসল করতে যান নিহত নুরু মোল্লা। বিষয়টি তিনি টের না পেয়ে বিদ্যুতায়িত ওই পানি স্পর্শ করেন। পরে তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান তার ভাতিজা শামীম মোল্লা। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয় হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত