ঢামেক প্রতিনিধি
রাজধানীর উত্তরা ও হাজারীবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতদের একজন লিপি বেগম (৪৫), অন্যজন মোটরসাইকেলচালক রুহুল আমিন তাসিন (২৫)।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর খন্দকার ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি বাসের চাপায় গুরুতর আহত হন লিপি বেগম। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনেন। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া জানান, নিহত লিপি বেগমের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি পরিবার নিয়ে দক্ষিণখানে বসবাস করতেন এবং কামারপাড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। গোল্ডেন লাইন নামের একটি বাস তাঁকে চাপা দেয়। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় শেখ রাসেল স্কুলের সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরোহী আশিক (২৫) ও ফারুক (২৬)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন জানান, নিহত রুহুল আমিন মাদারীপুর সদর উপজেলার ফকিরাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজীবাড়ি এলাকায় থাকতেন এবং নিউমার্কেট এলাকায় একটি দোকানে কাজ করতেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর উত্তরা ও হাজারীবাগে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতদের একজন লিপি বেগম (৪৫), অন্যজন মোটরসাইকেলচালক রুহুল আমিন তাসিন (২৫)।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উত্তরার আব্দুল্লাহপুর খন্দকার ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি বাসের চাপায় গুরুতর আহত হন লিপি বেগম। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনেন। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া জানান, নিহত লিপি বেগমের বাড়ি ঝালকাঠি জেলায়। তিনি পরিবার নিয়ে দক্ষিণখানে বসবাস করতেন এবং কামারপাড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। গোল্ডেন লাইন নামের একটি বাস তাঁকে চাপা দেয়। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, সোমবার দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় শেখ রাসেল স্কুলের সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরোহী আশিক (২৫) ও ফারুক (২৬)। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন জানান, নিহত রুহুল আমিন মাদারীপুর সদর উপজেলার ফকিরাবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি কামরাঙ্গীরচর মাতবর বাজার কাজীবাড়ি এলাকায় থাকতেন এবং নিউমার্কেট এলাকায় একটি দোকানে কাজ করতেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে কয়েক দিন ধরে উত্তাল সাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে কূলে। এতে তীব্র ভাঙন দেখা দিয়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে। এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগেঝিনাইদহের কোটচাঁদপুরে গত ৬ মাসে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন নারী-পুরুষ। এর মধ্যে বিষ পান করে ১৮৩, গলায় দড়ি দিয়ে ২৬ আর ঘুমের ট্যাবলেট খেয়ে ৩৫ জন আত্মহত্যার চেষ্টা করেন।
৩ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি মাত্র সাত মিনিট উড়েছিল। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি ১টা ১৩ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে।
৪ ঘণ্টা আগে