নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতি বছরের মতো নানা আয়োজনে এ বছরও পালিত হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস। আগামী ৩১ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নেত্রকোনার সুসং দুর্গাপুরে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ের প্রগতি সম্মেলন কক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন ও মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি।
কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বিপ্লবী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩১ তম প্রয়াণ দিবসে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে।
এম এম আকাশ বলেন, ‘মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর আগামী ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী শ্রীমতী কুমুদিনী হাজং, দুর্গাপ্রসাদ তেওয়ারী, সহিদুল্লাহ চৌধুরী, মঞ্জুরুল আহসান খান ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার যৌথভাবে এই জাদুঘর উদ্বোধন করবেন।’
সপ্তাহব্যাপী মেলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর নেত্রকোনার সুসং দুর্গাপুরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করা হয়। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ বছর সুসং দুর্গাপুরে অনুষ্ঠিত হবে। সাধারণত মেলার শেষ দিন ঢাকায় অনুষ্ঠান করা হয়। তবে এ বছর ঢাকায় অনুষ্ঠান করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মেলা উদ্যাপন কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মেলা উদ্যাপন কমিটির সদস্য আসলাম খান, অর্ণব সরকার, মেহেদী হাসান নোবল প্রমুখ।
প্রতি বছরের মতো নানা আয়োজনে এ বছরও পালিত হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস। আগামী ৩১ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নেত্রকোনার সুসং দুর্গাপুরে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ের প্রগতি সম্মেলন কক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন ও মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি।
কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বিপ্লবী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩১ তম প্রয়াণ দিবসে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে।
এম এম আকাশ বলেন, ‘মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর আগামী ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী শ্রীমতী কুমুদিনী হাজং, দুর্গাপ্রসাদ তেওয়ারী, সহিদুল্লাহ চৌধুরী, মঞ্জুরুল আহসান খান ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার যৌথভাবে এই জাদুঘর উদ্বোধন করবেন।’
সপ্তাহব্যাপী মেলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর নেত্রকোনার সুসং দুর্গাপুরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করা হয়। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ বছর সুসং দুর্গাপুরে অনুষ্ঠিত হবে। সাধারণত মেলার শেষ দিন ঢাকায় অনুষ্ঠান করা হয়। তবে এ বছর ঢাকায় অনুষ্ঠান করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মেলা উদ্যাপন কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মেলা উদ্যাপন কমিটির সদস্য আসলাম খান, অর্ণব সরকার, মেহেদী হাসান নোবল প্রমুখ।
বগুলাগাড়িতে জানাজা শুরুর আগে মনছুর বলেন, ‘আমার সাথে তার আইসিইউতে যে কথা হইছে, আমি তাকে বললাম, “তুমি কেন এ কাজ করতে গেলা?” বলে “আমার বাচ্চারা আমার সামনে সব পুইড়া মারা যাচ্ছে, আমি এটা কীভাবে সহ্য করি”। ও সর্বোচ্চ চেষ্টা করছে, কিছু বাচ্চা বের করছে, আরও কিছু বাচ্চা বের করার চেষ্টায় ছিল।’
৩ মিনিট আগেশিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করার সাত ঘণ্টা পর তা স্থগিত করল আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা
৯ মিনিট আগেআপনারা কিছু লিখিয়েন না, পরে ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের নিরাপত্তা দেবে কে? যা হওয়ার হয়েছে, আমরা পুলিশকে জানাব না। ভয়-আতঙ্কে এসব কথা বলেন চট্টগ্রামের রাউজানে ডাকাতির শিকার পরিবারের ষাটোর্ধ্ব গৃহকর্ত্রী মিতা বড়ুয়া।
১৭ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে ৬৫ বছরের একটি পুরোনো রাস্তা প্রভাবশালী দুই ভাই বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে এই মানববন্ধন হয়।
১৭ মিনিট আগে