নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতি বছরের মতো নানা আয়োজনে এ বছরও পালিত হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস। আগামী ৩১ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নেত্রকোনার সুসং দুর্গাপুরে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ের প্রগতি সম্মেলন কক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন ও মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি।
কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বিপ্লবী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩১ তম প্রয়াণ দিবসে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে।
এম এম আকাশ বলেন, ‘মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর আগামী ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী শ্রীমতী কুমুদিনী হাজং, দুর্গাপ্রসাদ তেওয়ারী, সহিদুল্লাহ চৌধুরী, মঞ্জুরুল আহসান খান ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার যৌথভাবে এই জাদুঘর উদ্বোধন করবেন।’
সপ্তাহব্যাপী মেলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর নেত্রকোনার সুসং দুর্গাপুরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করা হয়। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ বছর সুসং দুর্গাপুরে অনুষ্ঠিত হবে। সাধারণত মেলার শেষ দিন ঢাকায় অনুষ্ঠান করা হয়। তবে এ বছর ঢাকায় অনুষ্ঠান করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মেলা উদ্যাপন কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মেলা উদ্যাপন কমিটির সদস্য আসলাম খান, অর্ণব সরকার, মেহেদী হাসান নোবল প্রমুখ।
প্রতি বছরের মতো নানা আয়োজনে এ বছরও পালিত হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সভাপতি কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস। আগামী ৩১ ডিসেম্বর তাঁর প্রয়াণ দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নেত্রকোনার সুসং দুর্গাপুরে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এ ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কার্যালয়ের প্রগতি সম্মেলন কক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর উদ্বোধন ও মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি।
কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বিপ্লবী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩১ তম প্রয়াণ দিবসে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হবে।
এম এম আকাশ বলেন, ‘মণি সিংহের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর আগামী ৩১ ডিসেম্বর উদ্বোধন করা হবে। টঙ্ক আন্দোলনের প্রত্যক্ষদর্শী শ্রীমতী কুমুদিনী হাজং, দুর্গাপ্রসাদ তেওয়ারী, সহিদুল্লাহ চৌধুরী, মঞ্জুরুল আহসান খান ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার যৌথভাবে এই জাদুঘর উদ্বোধন করবেন।’
সপ্তাহব্যাপী মেলা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর নেত্রকোনার সুসং দুর্গাপুরে সপ্তাহব্যাপী মেলা আয়োজন করা হয়। তিনি বলেন, ‘৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এ বছর সুসং দুর্গাপুরে অনুষ্ঠিত হবে। সাধারণত মেলার শেষ দিন ঢাকায় অনুষ্ঠান করা হয়। তবে এ বছর ঢাকায় অনুষ্ঠান করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন মেলা উদ্যাপন কমিটির সদস্য হাসান তারিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, মেলা উদ্যাপন কমিটির সদস্য আসলাম খান, অর্ণব সরকার, মেহেদী হাসান নোবল প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২২ মিনিট আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
২৬ মিনিট আগেপিরোজপুরে ২৫০ শয্যার জেলা হাসপাতাল চালু করতে ৯ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয় প্রায় দেড় বছর আগে। কিন্তু বিদ্যুতের সংযোগ এখনো দেওয়া হয়নি এবং বসেনি লিফট। এতে করে পুরোনো ভবনে ১০০ শয্যা নিয়ে চলছে সেবা কার্যক্রম। সেখানে অধিকাংশ সময় রোগী ভর্তি থাকে ধারণক্ষমতার দ্বিগুণ। শয্যা না পেয়ে রোগীদের থাকতে হচ্ছে...
৩১ মিনিট আগেবাংলাদেশের আধুনিক ভাস্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদ। গত শতকের ষাটের দশকে তখনকার পূর্ববঙ্গে ভাস্কর্য শিল্পকে পরিচিত করে তোলার কাজটি শুরু করেছিলেন নিজের ভিন্নধর্মী কাজ দিয়ে। নিভৃতচারী এ শিল্পী একপর্যায়ে স্থায়ীভাবে পাড়ি জমান অন্যতম শিল্পতীর্থ ফ্রান্সে। নারী এই ভাস্করকে নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন...
৩৬ মিনিট আগে