Ajker Patrika

কন্টেইনারবাহী পরিবহনে বাড়ি ফিরছে মানুষ

কন্টেইনারবাহী পরিবহনে বাড়ি ফিরছে মানুষ

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। বৈরী আবহাওয়ায় ট্রাক, পিক-আপ, কন্টেইনারবাহী পরিবহনে পরিবার নিয়ে গ্রামের বাড়ির দিকে ছুটছেন তাঁরা। 

আজ মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছে কন্টেইনারবাহী পরিবহন। তাতে বাড়ি ফেরা নারী-পুরুষ ও ছোট শিশুরাও রয়েছে। রিমঝিম বৃষ্টিতে ভিজতে ভিজতে চলছেন গন্তব্যে। তারপরও রাস্তায় ধীরে ধীরে এগিয়ে চলছে গাড়ি। মাঝে মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে।

কন্টেইনারবাহী পরিবহনের যাত্রী মো. সাইফুল ইসলাম জানান, গাজীপুর থেকে জৈনা বাজার আসতেই সময় লেগেছে তিন ঘণ্টা। ময়মনসিংহ পৌঁছাতে কত সময় লাগবে সেটি বুঝতে পারছি না। 

আরেক যাত্রী রেহেনা আক্তার বলেন, মা বাবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। সকাল থেকে কোন বাস না পেয়ে কন্টেইনারবাহী গাড়িতে উঠেছি। একই স্থানের ট্রাকের যাত্রী আনোয়ার হিমেল বলেন, কষ্ট হলেও বাড়ি যেতে হবে। গ্রামে মা বাবা ভাইবোন থাকে। তাছাড়া কোম্পানির চাকরি করি ঈদ ছাড়া ছুটি পায় না। 

পিক-আপের চালক মতিউর রহমান বলেন, এ বছর রাস্তায় খুবই জ্যাম। এক ঘণ্টার রাস্তা চার ঘণ্টা সময় লাগছে।  
 
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন বলেন, রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। তাছাড়া ঈদে যানবাহনের চাপ অনেক বেশি।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত