Ajker Patrika

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শনিবার দিনভর যানবাহন চলাচলে ধীরগতি, রাতে স্বাভাবিক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শনিবার দিনভর যানবাহন চলাচলে ধীরগতি, রাতে স্বাভাবিক

ঈদ শেষে উত্তরের মানুষজন কর্মস্থলে ফিরতে শুরু করেছে। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টাঙ্গাইলে হালকা ও ভারী বৃষ্টির কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করেছে। এ ছাড়া যানবাহন সড়কে বিকল হওয়ার ঘটনাও ঘটেছে। 

ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক বেড়ে যায় যানবাহনের সংখ্যা। এতে যানজটের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও চালকদের। তবে শনিবার দিনভর এই মহাসড়কে যানজট ও যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও রাত ৯টার পর তা স্বাভাবিক হয়েছে। 

তবে এই ভোগান্তি কিছুটা লাঘব হয়েছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যানবাহনগুলো ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করায়। এতে ২৯ কিলোমিটারের ওই আঞ্চলিক সড়কেও চাপ ছিল। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, সন্ধ্যার পর কমতে শুরু করে মহাসড়কে যানবাহনের চাপ। এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক একমুখী করায় বর্তমানে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত