Ajker Patrika

কলেজছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে ইমামকে গাছে বেঁধে পিটুনি, কারাগারে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
মৃত্যুর আগে পুলিশের হাতে গ্রেপ্তার ইমাম রহিজ উদ্দিন। ছবি: সংগৃহীত
মৃত্যুর আগে পুলিশের হাতে গ্রেপ্তার ইমাম রহিজ উদ্দিন। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গতকাল রোববার গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরে অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওই ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫)। তিনি চাদপুরের মতলব উপজেলার বাদশা মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিজ উদ্দিন সম্প্রতি রাতে এক কলেজছাত্রকে তাঁর কাছে ঘুমাতে ডেকে নিয়ে যান। পরে ওই ছাত্রকে কোমল পানীয় পান করতে দেন। এরপর ওই কলেজছাত্রের মাথা ঘোরাতে থাকলে সে প্রস্রাবের কথা বলে ইমামের ঘর থেকে বের হয়ে ফোনে পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় গতকাল সকালে স্থানীয় লোকজন রহিজকে আটক করে পিটুনি দেন। গাছের সঙ্গে বেঁধে পেটানোর পাশাপাশি গলায় জুতার মালা দিয়ে অপমান করা হয়। খবর পেয়ে পুবাইল থানা–পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে যৌন নির্যাতনের অভিযোগে ইমাম রহিজের বিরুদ্ধে আরেক কিশোরের অভিভাবক গতকাল থানায় মামলা করেন‌। পরে থানা–পুলিশ ওই ইমামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। সেখানে রাতে অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ইমাম রহিজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। রাত ৩টার তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে নিহত ব্যক্তির লাশ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের বলেন, রহিজ উদ্দিনকে অসুস্থ অবস্থায় কারাগারে আনা হয়। তাঁর শরীরে পাবলিক অ্যাসল্টের চিহ্ন ছিল। রাত ৩টার দিকে‌ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

পদের অতিরিক্ত কর্মকর্তা, তবু দায়িত্বের বোঝা

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন লুব্রিকেন্টস: ১৬ দিনে শেয়ারদর বেড়েছে ৯৩ শতাংশ, কারসাজি সন্দেহে তদন্তের নির্দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত