কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জের তিন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘণ্টা চুক্তিতে রেস্তোরাঁয় সময় কাটানোর অভিযোগে ১৫ যুগলকে আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার আড্ডা, ফুড ক্লাব ও থ্রি স্টার রেস্টুরেন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসব রেস্তোরাঁয় ঘণ্টা চুক্তিতে যুগলদের সময় কাটানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ ছিল। এর জন্য নেওয়া হতো বাড়তি টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আড্ডা ও ফুড ক্লাব রেস্টুরেন্টকে ২০ হাজার করে এবং থ্রি স্টার রেস্টুরেন্টকে ১০ হাজার, মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, পৌরসভার বাজার এলাকার তিন রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কাজের অংশ হিসেবে স্থানীয় বাজারে মনিটরিং করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় ওই সব রেস্তোরাঁ থেকে কমপক্ষে ১৫ যুগলকে আটক করা হয়। এদের অনেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কালীগঞ্জ উপজেলার আশপাশের বাসিন্দা। আটক তরুণ-তরুণীদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে।
অভিযানকালে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) রাজীব চক্রবর্তী, ইন্সপেক্টর (অপারেশন) মো. রাজীব হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুরের কালীগঞ্জের তিন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘণ্টা চুক্তিতে রেস্তোরাঁয় সময় কাটানোর অভিযোগে ১৫ যুগলকে আটক করা হয়।
আজ মঙ্গলবার সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার আড্ডা, ফুড ক্লাব ও থ্রি স্টার রেস্টুরেন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসব রেস্তোরাঁয় ঘণ্টা চুক্তিতে যুগলদের সময় কাটানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ ছিল। এর জন্য নেওয়া হতো বাড়তি টাকা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আড্ডা ও ফুড ক্লাব রেস্টুরেন্টকে ২০ হাজার করে এবং থ্রি স্টার রেস্টুরেন্টকে ১০ হাজার, মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, পৌরসভার বাজার এলাকার তিন রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কাজের অংশ হিসেবে স্থানীয় বাজারে মনিটরিং করা হয়।
তিনি আরও বলেন, অভিযানের সময় ওই সব রেস্তোরাঁ থেকে কমপক্ষে ১৫ যুগলকে আটক করা হয়। এদের অনেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কালীগঞ্জ উপজেলার আশপাশের বাসিন্দা। আটক তরুণ-তরুণীদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে।
অভিযানকালে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) রাজীব চক্রবর্তী, ইন্সপেক্টর (অপারেশন) মো. রাজীব হোসেন, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের তারাবর সংযোগকারী সুলতানা কামাল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুর গুরুত্বপূর্ণ অংশের কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবার পুরোপুরি উঠে গেছে। এ ছাড়া জয়েন্ট ধরে রাখার চাপযুক্ত কংক্রিট ঢালাই নষ্ট হয়ে ইট-পাথর-বালু বের হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সেতুর বিভিন্ন
২ ঘণ্টা আগেপাহাড়-টিলা কাটা নিষিদ্ধ। পানির উৎস জলাধার-পুকুর ভরাটও নিষিদ্ধ। চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী দুই নিষেধাজ্ঞাই অমান্য করছেন। ইউনিয়ন পরিষদ ভবন সম্প্রসারণের জন্য পুকুর ভরাট করছেন তিনি। আর সে কাজ করতে মাটির জোগান আসছে পাহাড় কেটে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে কাপাসগোলায় উন্মুক্ত নালায় ব্যাটারিচালিত অটোরিকশাসহ পড়ে শিশুমৃত্যুর ঘটনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোনো গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখতে কার্যালয় দুটির বিষয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগেউত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। শূন্য ভবনে জমছে ধুলাবালু।
৩ ঘণ্টা আগে