Ajker Patrika

সাটুরিয়া ইউপি নির্বাচনে নির্বাচিত নৌকার ৬, স্বতন্ত্র ৩ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়া ইউপি নির্বাচনে নির্বাচিত নৌকার ৬, স্বতন্ত্র ৩ 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নৌকার ছয়জন প্রার্থী এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বেসরকারিভাবে নৌকা নির্বাচিত প্রার্থীরা হলেন, হরগজ ইউনিয়নে মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, সাটুরিয়া ইউনিয়নে মো. আনোয়ার হোসেন পিন্টু, দিঘলিয়া ইউপিতে মো. শফিউল আলম জুয়েল, দরগ্রাম ইউপিতে মো. আলীনূর বকস রতন, তিল্লি ইউপিতে মো. শরীফুল ইসলাম ধলা এবং ধানকোড়া ইউপিতে মো. আব্দুর রউফ। 

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত প্রার্থীরা হলেন, ফুকুরহাটি ইউপিতে মোটরসাইকেল প্রতীকে মো. জিয়াউর রহমান, বরাইদ ইউপিতে আনারস প্রতীকে গাজী মো. আব্দুল হাই। বালিয়াটি ইউনিয়নে আনারস প্রতীকে মীর সোহেল আহম্মদ চৌধুরী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মধ্যে মো. আব্দুল হাই ও সোহেল আহম্মদ চৌধুরী বিদ্রোহী প্রার্থী ছিলেন। 

উপজেলা নির্বাচন অফিসার মো. লুৎফার হোসেন জানান, সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯৭ জন ও ২৮৩ জন সাধারণ সদস্য ভোটে অংশগ্রহণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত