Ajker Patrika

গাজীপুরে শিক্ষা সফরের চলন্ত বাসে আগুন

গাজীপুরে শিক্ষা সফরের চলন্ত বাসে আগুন

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি শিক্ষা সফরের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাসটি আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনের বাসের ভেতরে সম্পূর্ণ ভস্মীভূত হলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন শিশু শিক্ষার্থী সামান্য আহত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় প্রায় আধ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। 

বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার ঘটনায় প্রায় আধ ঘন্টা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ ছিল।’ এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। 

জানা গেছে, গাজীপুর মহানগরের হারিনাল এলাকার গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা সফরের চলন্ত বাসটিতে আগুন লাগার এ ঘটনা ঘটে। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন ছিলেন বলে জানা গেছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান সজিব আজকের পত্রিকাকে জানান, ‘গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজ সকালে ময়মনসিংহের ভালুকা ড্রিমওয়াল্ড পার্কে শিক্ষা সফরে যায়। বাসটিতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ছিলেন। সফর শেষে সন্ধ্যা ৬টায় ড্রিম হলিডে পার্ক থেকে বাসটি গাজীপুরের হারিকেনের উদ্দেশ্যে রওনা হয়। 

মাওনা চৌরাস্তায় শিক্ষা সফরের চলন্ত বাসে আগুনবাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় পল্লী বিদ্যুৎ মোড়ের উড়াল সেতুতে ওঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যায়। মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পরে। এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়।’ 

তিনি আরও বলেন, ‘বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন শিশু শিক্ষার্থী সামান্য আহত হয়েছে।’ পরে বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছেন বলে তিনি। 

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।’ ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি। 

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘বাসের সার্ভিসিং তারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত